২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ১০:৪৯:৩৮ পূর্বাহ্ন


কলার খোসা সহজ সমস্যার সমাধান করতে সাহায্য করে, জেনে নিন
ফারহানা জেরিন:
  • আপডেট করা হয়েছে : ২৯-১২-২০২২
কলার খোসা সহজ সমস্যার সমাধান করতে সাহায্য করে, জেনে নিন ফাইল ফটো


কলার খোসা ফেলে দেওয়ার আগে কখনও ভেবেছেন এই খোসা আপনার কত কাজে আসতে পারে? বিউটি টিপস থেকে শুরু করে বাড়ির নানা কাজ এই কলার খোসা ব্যবহার করা যায়। তাই কলা খেয়ে খোসা ফেলবেন না৷

আসুন জেনে নেওয়া যাক কিভাবে এই কলার খোসা কাজে লাগাবেন।

১) ত্বকের ব্রণ দূর করতে:

ত্বকের ব্রণ দূর করতে কলার খোসা ব্যবহার করতে পারেন। খোসার ভেতরের অংশটুকু দিয়ে ব্রণের ওপর ভালো করে ঘষতে থাকুন। এতে ভালো ফল পাওয়া যাবে। এছাড়া সময় থাকলে কলার খোসা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে ফেলতে পারেন। সেটাও একটা মাস্ক হিসেবে ব্যবহার করা যেতে পারে।

২) দাঁত উজ্জল করতে

দাঁত সাদা করতে কলার খোসা যে কার্যকর তা অনেকে জানেন৷ যারা জানেন না, তাদের বলে রাখি, খোসার ভেতর অংশ দিয়ে দাঁতে ঘষতে থাকুন৷ কয়েকদিন এই পন্থা অনুসরণ করলে আপনার দাঁতের হলদাটে ভাব চলে যাবে৷ প্রতিদিন পাঁচ-দশ মিনিট করে ঘষুন৷ তারপর জল দিয়ে কুলকুচি করে জলটা বাইরে ফেলে দিন অথবা ব্রাশও করে নিতেন পারেন৷ কয়েকদিনের মধ্যেই এই প্রক্রিয়া কাজ দেবে।

৩) আঁচিল দূর করতে

অধিকাংশ মানুষের সমস্যা হল আঁচিল৷ ছোট হোক বা বড়, আঁচিল দূর করার চেষ্টা সকলেই করে থাকেন। তবে মুখে আঁচিল হলে তো আরও বিরক্তিকর৷ খোসার ভেতর অংশ আঁচিলের ওপর কিছুক্ষণ চেপে রাখুন৷ সপ্তাহখানেক ব্যবহার করলে আপনার আঁচিল আপনা থেকেই শুকিয়ে পড়ে যাবে৷ তবে খেয়াল রাখবেন সাতদিনের মাথায় আঁচিল শুকিয়ে না পড়লে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন৷

৪) সিডি-ডিভিডির স্ক্র্যাচ দূর করতে

সিডি, ডিভিডির ওপর স্ক্র্যাচ পড়ে গেলে তা দূর করুন কলার খোসা দিয়ে৷ স্ক্র্যাচের কারণে সিডি বা ডিভিডি খারাপ হয়ে যায়, ভিডিও কিংবা অডিও আটকে যায়৷ সেই সমস্যার সমাধান করবে কলার খোসা৷ কলার খোসা ভেতরের অংশ দিয়ে সিডি, ডিভিডির ওপর ভালো করে ঘষে নিন৷ এর ফলে স্ক্র্যাচ তো চলে যাবেই সঙ্গে ভিডিও অডিও পরিষ্কার চলবে৷

৫) ময়লা জুতা চকচকে করতে

কলার খোসা ময়লা জুতা চকচকে করে তুলতে সাহায্য করে৷ জুতা পালিশ দিয়ে অনেক সময় জুতা পরিষ্কার হয় না৷ তখন বাধ্য হয়ে নোংরা জুতা পড়ে যেতে হয়৷ সেই জুতাই নিমেষে চকচকে করে তুলবে কলার খোসা৷ পাকা কলার খোসার ভেতরটা জুতোর ওপর কয়েক মিনিট ঘষুন৷ তারপর একটা কাপড়ের টুকরো দিয়ে মুছে নিন৷ দেখবেন জুতো চকচকে হয়ে গিয়েছে৷