দই ত্বক কিংবা চুলের যত্নে উপকারী একথা প্রায় সবাই জানেন। কিন্তু কোন উপায়ে চুলে তই ব্যবহার করলে উপকার মিলবে, তা অধিকাংশ মানুষই জানেন না। চুলের বিভিন্ন সমস্যা দূর করতে দইয়ের ব্যবহার অনেক পুরোনো। দই চুলের খুশকি বা ইনফেকশন দূর করে। দইয়ে রয়েছে ভিটামিন বি ৫ ও ডি। জেনে নিন চুলে দই ব্যবহারের উপকারিতা ও নিয়ম।
এই তিনটি উপকরণ একসঙ্গে মিশিয়ে চুলে মাস্ক হিসেবে লাগিয়ে নিন। ৪০ মিনিট রাখুন। এরপর হার্বাল শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। সপ্তাহে দুইদিন এভাবে ব্যবহার করলে মাসখানেক পরেই মিলবে কাঙ্ক্ষিত ফল।
এবার সব উপকরণ একসাথে পিষে পেস্ট তৈরি করে নিন। এবার এই পেস্ট চুলে ও মাথার তালুতে ভালোভাবে মাখুন। আধা ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে একদিন ব্যবহার করতে পারেন।
সব উপকরণ এক জায়গায় মিশিয়ে পেস্টটি চুলে ভালো করে গোড়া থেকে আগা পর্যন্ত লাগান। এভাবে এক ঘণ্টা রেখে দিন। এরপর শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। নিয়মিত ব্যবহারে চুল গোড়া থেকে শক্ত হবে।