নিজের ঘর একটু সুন্দর করে সাজালে নিজের কাছেও ভালো লাগে। কিন্তু দেয়ালের রং উঠে গেলে বা দাগ লেগে গেলে পড়তে হয় সমস্যায়। দেওয়াল নিয়ে এরকম সমস্যায় অনেকেই পড়েন। কিন্তু সব সময় রং করার সুযোগ থাকে না।
তাই অসুন্দর দেয়াল এভাবে মনের মতো করে সাজাতে পারেন।
ওয়াল পেপার
নানা রকম ওয়াল পেপার পাওয়া যায় দোকানে। নানা নকশা বা থিমে পাবেন। আর এই ওয়াল পেপার কিন্তু সুন্দরভাবে বদলে দিতে পারে আপনার দেয়াল।
ওয়াল আর্ট
আপনি যদি ভালো আঁকতে পারেন তাহলে তো কথাই নেই। রং তুলি নিয়ে বসে যান। নিজেই এঁকে ফেলুন নানা নকশা। আবার অনেক সময় স্টিকারও লাগাতে পারেন।
ছবি
নিজেদের ছবি কিংবা নিজের তোলা ভালো ছবি কোলাজ করে লাগাতে পারেন। একটু সুন্দর করে লাইটিং করে ফেলতে পারেন। এতে দেওয়াল দেখতে আরও বেশি সুন্দর লাগবে।
পুরনো কাপড়
দেওয়ালের রং যদি উঠে গেলে অথবা পলেস্তারা খসে পড়ে তাহলে পুরনো কাপড় দিয়েও সুন্দর করতে পারেন। পুরনো কাপড় টানটান করে লাগিয়ে দিন। তার ওপর সুন্দর করে আলোর ব্যাবস্থা করতে পডারেন।
পর্দা লাগান
জায়গা বুঝে পর্দাও লাগিয়ে নিতে পারেন। দেওয়ালের সামনে সুন্দর করে পর্দা লাগিয়ে দিন। এরপর সুন্দর কুশান, আলো আর ড্রাই ফ্লাওয়ার্স দিয়ে বাকি ঘর সাজিয়ে ফেলুন।