রোটার্যাক্ট ক্লাব অব ইছামতি এবং রোটার্যাক্ট ক্লাব অব পাবনার উদ্যোগে মেডিক্যাল কলেজের শিক্ষার্থী জান্নাতুল নাঈম বৃষ্টিকে সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় রোটারী ক্লাব অব পাবনার তাঁতি মার্কেটস্থ কার্যালয়ে এক্সা রোটার্যাক্টর মীর ফজলুল করিম বাচ্চুর মেয়ে জান্নাতুল নাঈম বৃষ্টি হবিগঞ্জ শেখ হাসিনা মেডিক্যাল কলেজে চান্স পাওয়ায় এ সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রোটারী ক্লাব অব পাবনার প্রেসিডেন্ট রোটারিয়ান আব্দুল হান্নান, সেক্রেটারি রোটা. মিজানুর রহমান, পিএসসিসি রোটা. আব্দুল মান্নান ভূঁইয়া, আইসিসি রোটা. আহমেদ মাহাদী, রোটা. এসএম মাহবুবুল আলম ফারুক, এক্সা রোটার্যাক্টর পিপি প্রভাষক বেলাল হোসেন, পিপি রোটা. মো. মিজান, পিপি রোটা. আ. সবুর, পিপি রোটা. রাজু আহমেদ শ্রাবণ, রোটার্যাক্ট ক্লাব অব ইছামতির প্রেসিডেন্ট দেলোয়ার হোসাইন, সেক্রেটারি শাহিন রেজা, রোটার্যাক্ট ক্লাব অব পাবনার প্রেসিডেন্ট আশিকুর রহমান সাব্বির, সেক্রেটারি তৌফিক-উদ-দোহা, এক্সা রোটার্যাক্টর মীর ফজলুল করিম বাচ্চু, এক্সা রোটা. আর কে আকাশ প্রমূখ।