২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৭:০৫:১১ অপরাহ্ন


খাগড়াছড়ির বৌদ্ধ বিহারে এক ভিক্ষু খুন
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ৩১-০১-২০২২
খাগড়াছড়ির বৌদ্ধ বিহারে এক ভিক্ষু খুন খাগড়াছড়ির বৌদ্ধ বিহারে ভিক্ষু খুন


খাগড়াছড়ি সদর উপজেলার গুগড়াছড়ি এলাকায় শ্রীমৎ বিশুদ্ধা থের নামে এক ভিক্ষুকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল রোববার (৩০ জানুয়ারি) গভীর রাতে সদর উপজেলার ৪ নং ওয়ার্ডের ধর্মসু বৌদ্ধ বিহারের ভেতরে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীমৎ বিশুদ্ধা রাতের বেলায় বিহারের ভেতরে একাই থাকতেন। গত রাতেও তিনি একা ছিলেন। এই সুযোগে দুর্বৃত্তরা তাকে হত্যা করে টাকা ও মোবাইল নিয়ে চলে যায়। ভোররাতে তাকে এক নারী খাবার দিতে গেলে রুমের ভেতরে পড়ে থাকতে দেখেন তার মরদেহ। পরে ওই নারী বাড়িতে গিয়ে তার স্বামীকে বললে ঘটনাস্থলে গিয়ে তিনি এলাকার সবাইকে বিষয়টি জানান।

ইউপি সদস্য আনুমং মগ জানান, ভিক্ষু একা থাকার কারণে দুর্বৃত্তরা তাকে মেরে চলে যায়। এটা যারা করেছে তারা আগে থেকে পরিকল্পনা করে এই ঘটনা ঘটিয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই।

ভিক্ষুর ছোট ভাই ক্যাচিং মারমা বলেন, আমার ভাইকে রাতের আঁধারে মেরে বিহারের ভেতরে রেখে চলে গেছে। তার কী অপরাধ? এটার সঠিক তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি। 

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রশীদ জানান, ভিক্ষুকে মারার ঘটনায় পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করেছে। খাগড়াছড়ি সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। আইনি কার্যক্রম চলমান রয়েছে। 

রাজশাহীর সময় / এফ কে