০৭ মে ২০২৪, মঙ্গলবার, ০৫:৩৮:৪৬ পূর্বাহ্ন


নগরীর কাশিয়াডাঙ্গা থানায় চোরাই অটোরিকশা-সহ চোর গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ২৬-০৪-২০২৪
নগরীর কাশিয়াডাঙ্গা থানায় চোরাই অটোরিকশা-সহ চোর গ্রেফতার নগরীর কাশিয়াডাঙ্গা থানায় চোরাই অটোরিকশা-সহ চোর গ্রেফতার


রাজশাহী মহানগরীতে চোরাই অটোরিকশা-সহ মোঃ আশিক (২৪) নামের এক চোরকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হরগ্রাম টুলটলি পাড়া থেকে ওই চোরকে গ্রেফতার করা হয়। এ সময় চোরাই অটোরিকশাটি উদ্ধার হয়। 

গ্রেফতার চোর মোঃ আশিক (২৪) সে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম আশ্রয়ণ প্রকল্পের মোঃ রফিকুল ইসলামের ছেলে।

শুক্রবার (২৬ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ জামিরুল ইসলাম।

তিনি জানান, বুধবার (২৪ এপ্রিল) অটোরিকশা চালক মোঃ রাসেল সন্ধ্যা পৌনে ৭টায় প্রকৃতির ডাকে সাড়া দিতে কাশিয়াডাঙ্গা থানার শেখপাড়া এলাকায় রাস্তার পাশে তার অটোরিকশাটি রেখে বাগানের ভিতরে যান। ফিরে এসে দেখেন তিন ব্যক্তি তাঁর অটোরিকশাটি চুরি করে নিয়ে যাচ্ছে। ওই সময় তিনি চিৎকার করে দৌঁড়ে চোরদের ধরার চেষ্টা করে ব্যার্থ হয়। এ ঘটনায় রাসেলের বাবা পাভেল মিয়া কাশিয়াডাঙ্গা থানায় একটি চুরির মামলা দায়ের করেন। 

মামলার পর বৃহস্পতিবার দুপুর ২টায় কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম টুলটুলিপাড়া এলাকা থেকে চোর মোঃ আশিককে গ্রেফতার করে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেনের নেতৃত্বে  এসআই মোঃ আব্দুল হাকিম ও সঙ্গীয় ফোর্স। এসময় তার কাছ থেকে চুরি হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতার চোর আশিক চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।

শুক্রবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।