২৬ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৯:৩৫:৪০ অপরাহ্ন


রাজশাহী নগরীতে ভূয়া ডিজিএফআই গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী:
  • আপডেট করা হয়েছে : ২৬-১১-২০২৪
রাজশাহী নগরীতে ভূয়া ডিজিএফআই গ্রেফতার রাজশাহী নগরীতে ভূয়া ডিজিএফআই গ্রেফতার


রাজশাহী মহানগরীতে ভূয়া ডিজিএফআই পরিচয়ে মামলা ও প্রাণনাশের হুমকি দেয়া সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতা মোঃ গোলাম মোস্তফা ওরফে মাহিম (৩৪) কে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (২৫ নভেম্বর) দুপুর আড়াইটায় মহানগরীর মতিহার থানার মির্জাপুর এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার মোঃ গোলাম মোস্তফা ওরফে মাহিম বাংলাদেশ সেনাবাহিনীর বরখাস্তকৃত একজন সেনা সদস্য।

মঙ্গলবার (২৬ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৫।

র‌্যাব জানায়, ভিকটিম মোঃ শাওন আহমেদ (২৯) একজন 'আচল উন্নয়ন সামাজিক সংস্থা' এর কর্মী। আনুমানিক ১০-১২ দিন পূর্বে আসামী মোঃ গোলাম মোস্তফা ওরফে মাহিম (৩৪) মোবাইল ফোনে ভুয়া ডিজিএফআইয়ের পরিচয় দিয়ে বিভিন্ন মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেয় এবং মামলা হতে বাঁচতে তার সাথে দেখা করতে বলে জানায়। তার কথামত ২১ নভেম্বর, ২০২৪ এ মতিহার থানার বিনোদপুর বাজারে দেখা করলে তিনি বর্তমানে ডিজিএফআইতে কর্মরত আছেন বলে পরিচয় দেয়। তখন তিনি মামলা হতে বাঁচাতে ২০,০০,০০০/-(বিশ লক্ষ) টাকা চাঁদা দাবী করে কিন্তু ভিকটিম তা দিতে অস্বীকার করে। গত ২৩ নভেম্বর ২০২৪ এ ফোনের মাধ্যমে কল দিয়ে একই ব্যক্তি সেনাবাহিনীর সিও পরিচয় দিয়ে প্রাণনাশের হুমকি এবং ঐ রাতেই তুলে নিয়ে গিয়ে রাষ্ট্রদ্রোহ মামলা দেওয়ার হুমকি প্রদান করে। পরবর্তীতে ২৫ নভেম্বর, ২০২৪ এ গোলাম মোস্তফা পরিচয়ে পুনরায় ফোন দিয়ে চাঁদা দাবী করে। 

র‌্যাব আরও জানায়, ভিকটিম মোঃ শাওন আহমেদ এর অভিযোগের ভিত্তিতে সিপিএসসি, র‌্যাব-৫ বিষয়টির তদন্তের মাধ্যমে সত্যতা পায় এবং আসামীকে গ্রেফতারের জন্য নজরদারী শুরু করে। সোমবার (২৫ নভেম্বর) দুপুর আড়াইটায় মহানগরীর মতিহার থানার মির্জাপুর এলাকা হতে প্রতারক চক্রের মূলহোতা মোঃ গোলাম মোস্তফা ওরফে মাহিমকে আটক করা হয়। 

গ্রেফতার প্রতারকের বিরুদ্ধে প্রতারণা ও চাঁদাবাজী আইনে ভিকটিম বাদী হয়ে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।