২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ০৬:০৬:৩৭ অপরাহ্ন


ইউটিউব দেখে নিজেই নিজের নাকের সার্জারি করার চেস্টা যুবকের
এক্সক্লুসিভ:
  • আপডেট করা হয়েছে : ০২-০৮-২০২২
ইউটিউব দেখে নিজেই নিজের নাকের সার্জারি করার চেস্টা যুবকের ইউটিউব দেখে নিজেই নিজের নাকের সার্জারি করার চেস্টা যুবকের


নিজের নাকের গঠন মোটেই পছন্দ নয় যুবকের। তাই নিজেই নিজের নাক কেটে বদলাতে চাইলেন গঠন। আর এতেই হল বিপত্তি।

এখন যা কেউ জানেনা তা জানানোর জন্য রয়েছে ‘সবজান্তা’ ইউটিউব। ইউটিউবেই নাকের অপারেশনের ডিআইওয়াই ভিডিও দেখে ব্রাজিলের এক যুবক নিজের নাকে করে ফেলেন সার্জারি। সার্জারি করার পর সেই কাটা জায়গা পরিষ্কার করতে যুবক ব্যবহার করেছিলেন ৭০ শতাংশ অ্যালকোহল। সার্জারি করতে গিয়ে হাতে গ্লাভসও পরেননি ব্রাজিলের সেই যুবক। 

কাটা জায়গা ঠিক করে পরিষ্কার না করার জন্য প্রচুর রক্ত জমাট বেঁধে যায় সেখানে। তাই সেলাইগুলো আর কাটতে পারেন না যুবক। তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। শেষ পর্যন্ত ডাক্তাররাই সেই সেলাই কেটে ওই অপারেশন সম্পন্ন করেন। এর অল্প কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেওয়া হয় যুবককে।

ডাক্তাররা জানিয়েছেন, এইভাবে বাড়িতে নিজে নিজে শরীরের উপরে অস্ত্রোপচার করার ফল হতে পারে মারাত্মক। সামান্য ভুল মৃত্যুর দিকেও ঠেলে দিতে পারে।