১৯ মার্চ ২০২৪, মঙ্গলবার, ১১:৪৩:৫৯ পূর্বাহ্ন


বগি রেখেই স্টেশন ছাড়ল ট্রেন!
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৪-০৭-২০২২
বগি রেখেই স্টেশন ছাড়ল ট্রেন! ফাইল ফটো


রাজধানীর কমলাপুর রেল স্টেশনে বগি ফেলে রেখেই পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনটি স্টেশন ছেড়ে গেছে।

সোমবার (৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

একতা এক্সপ্রেসের ছাড়ার সময় ছিল সকাল ১০টা ১০ মিনিটে। কিন্তু প্রায় সোয়া এক ঘণ্টা পর ট্রেনটি ছেড়ে যায়। এ সময় ‘ট’ নম্বরে থাকা প্রায় শতাধিক যাত্রী ফেলে দিয়েই চলে যায় ট্রেনটি।

জানা গেছে, একতা এক্সপ্রেসের ‘ট’ নম্বর বগিতে আগে থেকেই ত্রুটি ধরা পড়ে। তাই সেটিকে বাতিল করা হয় এবং মূল ট্রেনের শেষে রাখা হয়। কিন্তু এ বগির জন্য টিকিট কাটা যাত্রীরা বিষয়টি অবগত ছিলেন না বলে জানান।

তাদের দাবি, তারা নির্ধারিত সময়ের আগেই বগির নম্বর দেখে আসন গ্রহণ করেন। কিন্তু মূল ট্রেন ছেড়ে গেলেও তারা বিষয়টি টের পাননি। ত্রুটির কথা তাদের কেউ জানায়নি। 

তবে স্টেশন কর্তৃপক্ষ বলছে, বগি বাতিলের বিষয়টি সকাল ৯টা সময় সবাইকে অবগত করা হয়েছে। আগে যারা বিষয়টি জেনেছে, তারা অনেকেই অন্য বগিতে উঠে চলে গেছে।

এ বিষয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার গণমাধ্যমে জানান, আমরা এ বিষয়ে সকাল ৯টায় ঘোষণা দিয়েছি। তবুও কিছু যাত্রী ট্রেনটি মিস করেছেন। আমাদের কাছে অতিরিক্ত বগি নেই, তাই যারা যেতে পারেননি তাদের টিকিট ফেরত নেয়া হয়েছে। এরপর থেকে বিষয়টি আরও গুরুত্ব সহকারে দেখার কথাও জানান রেলের এই কর্মকর্তা।