২২ ডিসেম্বর ২০২৪, রবিবার, ০৪:৪৩:০৯ অপরাহ্ন


অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি অ্যাশলে বার্টি
ক্রীড়া ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৯-০১-২০২২
অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি অ্যাশলে বার্টি অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি অ্যাশলে বার্টি


টুর্নামেন্ট শুরু করেছিলেন শীর্ষ বাছাই হিসেবে। শেষও করলেন দাপটের সঙ্গে।

শনিবার (২৯ জানুয়ারি) অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককের ফাইনালে ড্যানিয়েল কলিন্সকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছেন অজি টেনিস তারকা অ্যাশলে বার্টি।

এর মধ্য দিয়ে দীর্ঘ ৪৪ বছর পর স্বাগতিক দেশের কেউ কোনো গ্র্যান্ড স্লাম নারী এককের শিরোপা জিতলো। পাশাপাশি অস্ট্রেলিয়ান ওপেন পেলো তাদের নতুন রানি।

শনিবার মেলবোর্ন পার্কে অনুষ্ঠিত ম্যাচে ৬-৩ ৭-৬ (৭-২) সেটে মার্কিন টেনিস তারকা ড্যানিয়েল কলিন্সকে বেশ দাপটের সঙ্গে হারিয়েছেন অ্যাশলে বার্টি। প্রতিপক্ষকে কোনো সুযোগই দেননি তিনি।

এর আগে ২০১৯ সালে ফেঞ্চ ওপেন ও গত বছর উইম্বলডন শিরোপা জয় করেছিলেন বার্টি। এবার অস্ট্রেলিয়ান ওপেন জয় করলেন ২৫ বছর বয়সী এই সুন্দরী। এর মধ্য দিয়ে শীর্ষ চার গ্র্যান্ড স্লামের তিনটির শিরোপার স্বাদ পেলেন তিনি।

রাজশাহীর সময় /এএইচ