২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৯:১৫:২৫ অপরাহ্ন


বাংলাদেশকে ২ লাখ মেট্রিক টন গম রপ্তানির প্রস্তাব দিয়েছে রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ২৪-০৬-২০২২
বাংলাদেশকে ২ লাখ মেট্রিক টন গম রপ্তানির প্রস্তাব দিয়েছে রাশিয়া বাংলাদেশকে ২ লাখ মেট্রিক টন গম রপ্তানির প্রস্তাব দিয়েছে রাশিয়া


রাশিয়া ইতিমধ্যে বাংলাদেশে দুই লাখ মেট্রিক টন গম রপ্তানির প্রস্তাব দিয়েছে, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার আজ (২৩ জুন, ২০২২) সংসদে বলেছেন।

ঢাকা-১০ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য শফিউল ইসলামের সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, বিভিন্ন খাদ্যশস্যের সঙ্গে গম ও আটার দাম বেড়ে যাওয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয় গম আমদানির জন্য বিভিন্ন গম রপ্তানিকারক দেশের সঙ্গে যোগাযোগ করেছে। , ইউক্রেন এবং রাশিয়া মধ্যে যুদ্ধের কারণে রাশিয়া ইতিমধ্যেই বাংলাদেশকে দুই লাখ মেট্রিক টন গম রপ্তানির প্রস্তাব দিয়েছে।

এছাড়া সরকারি ও বেসরকারি পর্যায়ে ভারত থেকে গম আমদানির জন্য দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠানো হয়েছে," যোগ করেন খাদ্যমন্ত্রী।