বাংলাদেশ প্রিমিয়ার লিগের এক ম্যাচই সাক্ষী হলো দুই সেঞ্চুরির।
শুক্রবার (২৮ জানুয়ারি) সিলেট সানরাইজার্স বনাম মিনিস্টার গ্রুপ ঢাকার মধ্যকার ম্যাচে সিলেটের লেন্ডল সিমন্সের পর শতক হাঁকিয়েছেন ঢাকার তামিম ইকবাল খানও।
লেন্ডল সিমন্সের পর বিপিএলে সেঞ্চুরি করলেন মিনিস্টার গ্রুপ ঢাকার ড্যাশিং ওপেনার তামিম ইকবাল খান। সিলেট সানরাইজার্সের ১৭৫ রানের জবাবে ৬১ বলে শতক তুলে নিয়েছেন তিনি।
তামিমের ৬১ বলের শত রানের ইনিংসটিতে আছে ১৫টি চার ও ৩টি ছয়ের মার। বিপিএলে এটি তামিমের দ্বিতীয় সেঞ্চুরি। একইসঙ্গে তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকও। মুশফিকুর রহিমকে পেছনে ফেলে সেরার আসনে বসেছেন তিনি। এ ম্যাচে তামিম যেমন বিধ্বংসী খেলেছেন তেমনি তার ওপেনিং পার্টনার মোহাম্মদ শেহজাদও ছিলেন মারমুখী ভঙ্গিতে।
একই ম্যাচে সিলেট সানরাইজার্সের লেন্ডল সিমন্স তিন অঙ্কের ঘরে পৌঁছেন ৫৯ বল খেলে। ঢাকার বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে সিলেট। উদ্বোধনী জুটিতেই তারা তুলে ৫০ রান। এ সময় ওপেনার এনামুল হক বিজয়কে কাইস আহমেদের ক্যাচবন্দী করেন এবাদত হোসেন। ১৬ বলে ১৮ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন এনামুল।
মোহাম্মদ মিঠুন, কলিন ইনগ্রাম আউট হন অল্প সময়ের ব্যবধানে। মিঠুন ৬ রান করলেও ইনগ্রাম নামের পাশে কোনো রানই যোগ করতে পারেননি। রবি বোপারা আউট হন ১৩ রান করে। সিলেটের ব্যাটাররা একের পর এক আউট হতে থাকলেও একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকেন ওপেনার লেন্ডল সিমন্স। বিপিএলের এবারের আসরের প্রথম সেঞ্চুরিটা আসে তার ব্যাট থেকেই। ৫৯ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ৬৫ বলে ১১৬ রান করে আউট হন সিমন্স। তার ইনিংসে ৫টি ছয় ও ১৪টি চারের মার ছিল।
রাজশাহীর সময় /এএইচ