রাজশাহীর বাঘায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাম্মী আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, কৃষি অফিসার সফিউল্লাহ সুলতান জনি,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ, মাধ্যমিক শিক্ষা অফিসার আ ফ ম হাসান,প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন,বীর মুক্তিযোদ্ধা জনাব আলী,বীর মুক্তিযুদ্ধা আজিজুল আলম,বাঘা উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল হাসান বাবলু,সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন,বাঘা উপজেলা জামায়াতের আমির আবদুল্লাহ আল মামুন,বাঘা বাজার সমিতির সভাপতি এছাহক এছা, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, বীর মুক্তিযোদ্ধা, সরকারি বেসরকারি কর্মকর্তা ও এনজিও প্রতিনিধি বৃন্দ সাংবাদিক, সুধিজন প্রমূখ।
সভায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে কর্মসূচি প্রণয়ন এবং সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে সিদ্ধান্ত গৃহিত হয়।