২২ ডিসেম্বর ২০২৪, রবিবার, ১০:০৬:৪১ পূর্বাহ্ন


বরিশালকে হারিয়ে শীর্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্স
ক্রীড়া ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৫-০১-২০২২
বরিশালকে হারিয়ে শীর্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফাইল ফটো


বিপিএলের অষ্টম আসরে জয়ের ধারা অব্যাহত রেখেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ইমরুল কায়েসের দল।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) মিরপুর স্টেডিয়ামে ফরচুন বরিশালকে ৬৩ রানে পরাজিত করে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে কুমিল্লা।

রান তাড়া করতে নেমে নাহিদুল ইসলামের অফ স্পিনে পথ হারায় বরিশাল। ৪ ওভারে ১ মেডেনসহ ৫ রানে ৩ উইকেট নিয়ে ধসিয়ে দেন বরিশালের টপঅর্ডার। সৈকত আলী, সাকিব, গেইল নাহিদুলের শিকার হন। ১৭.৩ ওভারে ৯৫ রানে অলআউট হয় বরিশাল। শান্ত ৩৬, তৌহিদ হৃদয় ১৯, সোহান ১৭ রান করেন। কুমিল্লার শহীদুল, তানভির, করিম জানাত ২টি করে, মুস্তাফিজ ১টি উইকেট নেন।

এর আগে টসে হেরে ব্যাট করা কুমিল্লা ৭ উইকেটে ১৫৮ রান তুলেছিল। সর্বোচ্চ ৪৮ রান করেছেন মাহমুদুল হাসান জয়। ডেলপোর্ট ১৯, ইমরুল ১৫, মুমিনুল ১৭ রান করেন। টানা দ্বিতীয় ম্যাচে ব্যর্থ হয়েছেন ফাফ ডু প্লেসিস (৬)। শেষ দিকে করিম জানাতের ১৬ বলে ২৯ রানের ক্যামিওতে কুমিল্লার স্কোর দেড়শো পার হয়। বরিশালের ব্র্যাভো ৩টি, সাকিব ২টি, নাঈম হাসান-লিনটট ১টি করে উইকেট পান।

রাজশাহীর সময় /এএইচ