২২ নভেম্বর ২০২৪, শুক্রবার, ০১:২৯:৪৮ পূর্বাহ্ন


পাবনায় চরমপন্থি নেতা হত্যায় ৩জনের যাবজ্জীবন কারাদণ্ড
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১১-০৪-২০২২
পাবনায় চরমপন্থি নেতা হত্যায় ৩জনের যাবজ্জীবন কারাদণ্ড ফাইল ফটো


পাবনার সাঁথিয়া উপজেলার চরমপন্থি নেতা আবু মুছা খা হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। হত্যার সঙ্গে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় ২০ জনকে বেখসুর খালাস দেওয়া হয়েছে।

সোমবার (১১ এপ্রিল) দুপুর ১টার দিকে পাবনার বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আহসান তারেক এ রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন: পাবনার সদর উপজেলার তারাবাড়িয়া গ্রামের মোহাম্মদ আলী (৪০), আতাইকুলা থানার গাঙ্গোহাটি ক্লাবপাড়া এলাকার খোকন প্রামানিক (৪২) ও সাঁথিয়া উপজেলার ভদ্রখোলা গ্রামের জাহাঙ্গীর হোসেন (৪৫)। সাজাপ্রাপ্ত সবাই পলাতক রয়েছেন। তারা চরমপন্থি দলের সদস্য।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ১৩ আগস্ট সাঁথিয়া উপজেলার খানপুর গ্রামের মৃত জয়নাল খাঁর ছেলে আবু মুছা  হত্যা করে সন্ত্রাসী। এ ঘটনার মুছার স্ত্রী রহিমা খাতুন বাদী হয়ে সাঁথিয়া থানায় মামলা দায়ের করেন।  আবু মুছা খা চরমপন্থি দলের নেতা নেতা ছিলেন।

রাজশাহীর সময়/এএইচ