২২ ডিসেম্বর ২০২৪, রবিবার, ০৯:৪৫:৫৬ পূর্বাহ্ন


ভালো শুরুর পর সৌম্যর বিদায়
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৭-১১-২০২৪
ভালো শুরুর পর সৌম্যর বিদায়


শারজার স্পিন বাধব পিচে শুরুটা ভালোই করেছে বাংলাদেশ। দলীয় ১২ রানে ওপেনার তানজিদ হাসান তামিম ফিরলেও দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্তকে নিয়ে ৫৩ রানের জুটি গড়েন সৌম্য সরকার। তবে ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি সৌম্য।

শারজার উইকেটে ইনিংসের শুরুর দিকে রান করাটা একটু কঠিন। তবে সেই কাজটা সহজেই করেছেন সৌম্য। একের পর এক বাউন্ডারিতে প্রতিপক্ষকে ভালোভাবেই চাপে রেখেছেন তিনি। তবে দারুণ শুরু পাওয়ার পরেও ইনিংস বড় করতে পারেননি এই ওপেনার।   

বাংলাদেশের ইনিংসের ১২তম ওভারে আজমতউল্লাহ ওমরজাইয়ের শর্ট বলে পুল করতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ দেন সৌম্য। ৪৩ বলে খেলা ৩৩ রানের ইনিংসে ৬টি চার মেরেছেন তিনি।  

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৬৮ রান। অধিনায়ক শান্তর সঙ্গে উইকেটে আছেন মেহেদী হাসান মিরাজ।  

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে দলীয় ৭১ রানে ৫ উইকেট হারায় আফগানিস্তান। তবে মোহাম্মদ নবির ৮৪ রান এবং হাশমতউল্লাহ শহীদির ফিফটিতে চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় আফগানরা।   

বাংলাদেশের হয়ে চারটি করে উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ।