০৫ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৬:৩৬:২৫ অপরাহ্ন


আত্রাইয়ে ১৪বছর পর বিএনপির কাউন্সিল আগামীকাল
কাজী আনিছুর রহমান,রাণীনগর(নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট করা হয়েছে : ০৫-১১-২০২৪
আত্রাইয়ে ১৪বছর পর বিএনপির কাউন্সিল আগামীকাল ফাইল ফটো


দীর্ঘ ১৪বছর পর নওগাঁর আত্রাই উপজেলা বিএনপির কাউন্সিল আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। কাউন্সিল ঘিরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার প্রচারনায় মুখর হয়ে ওঠেছে আত্রাই উপজেলা। কাউন্সিলে সভাপতি,সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে মোট ১২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

ইতি মধ্যে প্রতিক বরাদ্দের পর প্রার্থীরা উপজেলা জুরেই মোটরসাইকেলের বহর নিয়ে ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে ভোট প্রার্থনা করছেন। এছাড়া বিভিন্ন সমাবেশ এবং ওঠান বৈঠক করে সব সময় নেতা-কর্মীদের পাশে থাকতে এবং দলকে আরো শক্তিশালী ও সু-সংগঠিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করছেন। এতে প্রার্থীদের প্রচার প্রচারনায় মুখর হয়ে ওঠেছে আত্রাই উপজেলা।

আত্রাই উপজেলা বিএনপি দলীয় সুত্রে জানাগেছে, গত ২০১০ইং সালে আত্রাই থানা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল। কাউন্সিলে শেখ রেজাউল ইসলাম রেজু সভাপতি এবং এমদাদুল হক পিন্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর পর কমিটির মেয়াদ শেষ হওয়ায় গত ২০১৫সালে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সেই কমিটির মেয়াদ শেষ হওয়ায় ২০১৯সালে আলহাজ্ব আব্দুল জলিল চকলেটকে আহ্বায়ক করে আবারো আহ্বায়ক কমিটি গঠন করা হয়। তৃনমুল নেতা-কর্মীদের ভোটের মাধ্যমে উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে গত ৩০অক্টোবর চারটি পদে নির্বাচনী তফশীল ঘোষনা করা হয়। এতে মনোনয়ন উত্তোলন-জমা এবং যাচাই-বাছাই শেষে প্রতিক বরাদ্দ দেয়া হয়।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নওগাঁ জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক শফিউল আজম রানা জানান,সভাপতি পদে একজন,সাধারণ সম্পাদক পদে একজন এবং সাংগঠনিক সম্পাদক পদে দুইজন ভোটারদের ভোটে নির্বাচিত হবেন। এতে সভাপতি পদে শেখ রেজাউল ইসলাম রেজু ও এমদাদুল হক পিন্টু,সাধারণ সম্পাদক পদে তছলিম উদ্দীন,আব্দুল মান্নান সরদার,বেদারুল ইসলাম টিপু ও কামরুজ্জামান মুকুল এবং সাংগঠনিক সম্পাদক পদে আবু বক্কর সিদ্দিক,এসএম কামরুল ইসলাম সাগর,আব্দুল হাই লুটু,শাহাজাহান আলী খাঁন,আব্দুস ছালাম ও হাফিজুল ইসলাম প্রতিদ্বন্দ্বীতা করছেন। উপজেলার ৮টি ইউনিয়নের মোট ৫৬৮জন ভোটার ভোট প্রয়োগ করবেন। আগামীকাল বুধবার সকাল সাড়ে ৯টা থেকে একটানা দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। রানা বলেন, ভোট গ্রহন সম্পন্ন করতে ইতি মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আসা করছি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন শেষ হবে।