২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ১১:০৭:২৫ অপরাহ্ন


নাটোর জেলা সমিতি, রুয়েটের পক্ষ থেকে নবনিযুক্ত উপাচার্যকে সংবর্ধনা
মাসুদ রানা রাব্বানী ,রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ০২-১১-২০২৪
নাটোর জেলা সমিতি, রুয়েটের পক্ষ থেকে নবনিযুক্ত উপাচার্যকে সংবর্ধনা নাটোর জেলা সমিতি, রুয়েটের পক্ষ থেকে নবনিযুক্ত উপাচার্যকে সংবর্ধনা


নাটোর জেলা সমিতি, রুয়েট এর পক্ষ থেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক কে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার রুয়েটের গেস্ট হাউজে তাঁকে এ সংবর্ধনা ও অভিনন্দন স্মারক প্রদান করা হয়।

এতে আমন্ত্রিত অতিথিবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন রুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক ও যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ রবিউল ইসলাম সরকার, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন, পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক আতিকা হোসেন আঁখি, নাটোর জেলা সমিতি, রুয়েটের উপদেষ্টা ও বিএসটিআই’র কর্মকর্তা  প্রকৌ. জুনায়েদ আহমেদ  এবং এলজিইডি’র প্রকৌশলী মোঃ মোবারক হোসেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটোর জেলা সমিতি, রুয়েটের সভাপতি ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ আব্দুল আলীম। সঞ্চালনা করেন পুরকৌশল বিভাগের ১৯ সিরিজের শিক্ষার্থী ও সমিতির সহ-সভাপতি (এডমিন) মোঃ আতিকুর রহমান।

অনুষ্ঠানে নাটোর জেলা সমিতি, রুয়েটের সদস্যবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, এ্যালামনাই, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, রুয়েটের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের একজন স্বনামধন্য শিক্ষক এবং তাঁর বাসা নাটোর জেলার সিংড়া উপজেলার অন্তর্গত ভুলবাড়িয়া গ্রামে।