২১ ডিসেম্বর ২০২৪, শনিবার, ০৯:৪১:৩১ অপরাহ্ন


ফ্ল্যাট থেকে যুবতীর ‘অর্ধনগ্ন দেহ উদ্ধার !
সুমাইয়া তাবাস্সুম:
  • আপডেট করা হয়েছে : ০২-১১-২০২৪
ফ্ল্যাট থেকে যুবতীর ‘অর্ধনগ্ন দেহ উদ্ধার ! ফ্ল্যাট থেকে যুবতীর ‘অর্ধনগ্ন মরদেহ উদ্ধার !


লিভ ইন সঙ্গীর ফ্ল্যাট থেকে ৩৫ বছরের এক যুবতীর মরদেহ উদ্ধার করা হয়েছে

শুক্রবার রাতে দক্ষিণ কলকাতার গরফা এলাকা থেকে ওই যুবতীর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্র খবর, কালীপুজোর পরের দিন ওই ফ্ল্যাটে পার্টি হয়। পার্টি চলাকালীন সিঁড়ি থেকে ওই মহিলা পড়ে যান বলেও প্রাথমিক ভাবে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে এক যুবতীর দেহ উদ্ধার হয় গরফার একটি ফ্ল্যাট থেকে। দুপুরে একাই ফ্ল্যাটে ছিলেন ওই যুবতী। তাঁর বিশেষ বন্ধু দাবি করেছেন, মাকে ডাক্তার দেখিয়ে দুপুরে যখন তিনি বাড়ি ফেরেন, তখন বান্ধবী শুয়ে ছিলেন। ঘুমিয়ে আছেন ভেবে তাঁরা তাঁকে ডাকাডাকি করেননি। কিন্তু সন্ধ্যার পরেও বান্ধবী বিছানা ছেড়ে না ওঠায় তাঁকে ডাকাডাকি করেন। কিন্তু তখন তাঁর সাড়াশব্দ পাননি। যুবক 

যুবতীর মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। এলাকাবাসীর দাবি, পুলিশ যখন দেহ উদ্ধার করে তখন যুবতী ছিলেন অর্ধনগ্ন অবস্থায়। এ নিয়ে পুলিশের তরফে প্রতিক্রিয়া মেলেনি। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তার পরেই মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি, যুবতীর বন্ধুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।