২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ১১:২৩:৪৭ অপরাহ্ন


ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন
জুবায়ের আলম,রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ০২-১১-২০২৪
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন


রাজশাহীতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট এবং পূর্ণাঙ্গ হাসপাতালে চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

ঢাকার বাইরে হৃদরোগের চিকিৎসা সহজলোভ্য করার লক্ষ্য নিয়ে রাজশাহীতে চালু হলো ১০০ শয্যা বিশিষ্ট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট।

শনিবার দুপুরে হাসপাতালের কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন। উদ্বোধনি অনুষ্ঠানে সভাপতিত্বে ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর সভাপতি মো. আব্দুল মান্নান। 

এসময় তিনি বলেন, দেশের হার্টের অপারেশনের ৯৫ ভাগই হয় ঢাকায়। যেখানে মোট জনসংখ্যার মাত্র ১০ ভাগ মানুষের বসবাস। সরকার সবার কাছে এই চিকিৎসা পৌঁছে দেয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। পাঁচতলা বিশিষ্ট এই হাসপাতালে ১০০ শয্যার পাশাপাশি রয়েছে ৮ শয্যার আইসিইউ ও ১৪ শয্যার সিসিইউ এবং আধুনিক প্রযুক্তি ও দক্ষ চিকিৎসক।

যার মাধ্যমে এই অঞ্চলে স্বল্প খরচে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ হৃদরোগের চিকিৎসাসেবা নিতে পারবেন। প্রতিদিন ২৪ ঘন্টা চিকিৎসা সেবা দেয়া হলেও আউটডোর সার্ভিস চালু থাকবে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত। একবার ১০০ টাকা দিয়ে টিকেট করলে ১ মাস চিকিৎসা নেয়া যাবে। নগরীর লক্ষ্মীপুর এলাকায় ১৯৮৪ সালে গড়ে ওঠে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী।