২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ১১:৩২:১২ অপরাহ্ন


গোদাগাড়ীতে যথাযোগ্য মর্যাদায় সমবায় দিবস পালন
ইব্রাহীম হোসেন সম্রাট:
  • আপডেট করা হয়েছে : ০২-১১-২০২৪
গোদাগাড়ীতে যথাযোগ্য মর্যাদায় সমবায় দিবস পালন


রাজশাহীর গোদাগাড়ীতে যথাযোগ্য মর্যাদায় ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার (২ নভেম্বর) সকাল ১০ টার দিকে ‘‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যর মধ্যদিয়ে উপজেলা ক্যাম্পাসে একটি র‌্যালি বের করা হয়। এরপর উপজেলা মিলনায়তেনের সামনে জাতীয় পতাকা ও সমবায়ী পতাকা উত্তোলন করা হয়।

পরে উপজেলা প্রশাসন, সমবায় দপ্তর ও স্থানীয় সমবায়ীদের আয়োজনে মিলনায়তনে আলোচনা সভা অনুষ্টিত হয়।

আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার জিগার হাসরত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা, গোদাগাড়ী বণিক সমিতির সভাপতি আসাদুজ্জামান মিলন, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সদস্য আব্দুল্লাহ, আব্দুল বারী প্রমুখ।