২২ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ১১:৪৩:৩৫ অপরাহ্ন


বাবরের পক্ষ নেওয়ায় ফখরকে বোর্ডের শোকজ
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৫-১০-২০২৪
বাবরের পক্ষ নেওয়ায় ফখরকে বোর্ডের শোকজ


ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়েছেন বাবর আজম। নিজের সাবেক অধিনায়ক বাদ পড়ায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বোর্ডের সমালোচনা করেছিলেন ফখর জামান। তবে পোস্ট দিয়ে বিপদে পড়েছেন ফখর। তাকে শোকজ করেছে পিসিবি।

আনুষ্ঠানিক বাবরকে বাদ দেওয়ার আগেই ফখর সামাজিক যোগাযোগমাধ্যমে ‘প্রতিবাদ’ জানিয়েছিলেন। গত রবিবার বাবর, নাসিম শাহ ও শাহিন আফ্রিদিকে বাদ দিয়ে পাকিস্তান দল ঘোষণা করা হয়। 

এক্সের পোস্টে বিরাটের উপমা টেনে ফখর লিখেছিলেন, ‘বাবর আজমকে বাদ দেওয়া হচ্ছে বলে শুনছি, এটা উদ্বেগজনক। ভারত তো বিরাট কোহলিকে ২০২০ থেকে ২০২৩ সালের খারাপ সময়ের জন্য বেঞ্চে বসায়নি।

ওই সময় কোহলির গড় ছিল যথাক্রমে ১৯.৩৩, ২৮.২১ এবং ২৬.৫০।’

ফখর এরপর লেখেন, ‘আমরা যদি দলের প্রধান ব্যাটসম্যানকে বসিয়ে রাখার চিন্তা করি, যে কি না তর্কযোগ্যভাবে পাকিস্তানের সেরা ব্যাটসম্যান, এটা দলের মধ্যে গভীর নেতিবাচক বার্তা দেয়। এখনো প্যানিক বাটনে চাপ দেওয়াটা এড়ানোর সময় আছে। প্রধান খেলোয়াড়দের অবমূল্যায়ন না করে তাদের রক্ষায় মনোযোগ দিতে হবে আমাদের।