২১ ডিসেম্বর ২০২৪, শনিবার, ০৬:১০:২২ অপরাহ্ন


নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: বাংলাদেশের খেলার সময়সূচি
ক্রীড়া ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ২৫-০৯-২০২৪
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: বাংলাদেশের খেলার সময়সূচি ছবি: সংগৃহীত


আগামী ৩ অক্টোবর পর্দা উঠবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। টুর্নামেন্টটি বাংলাদেশের হওয়ার কথা থাকলেও রাজনৈতিক অস্থিরতায় নিরাপত্তা সংকটে সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়। যদিও অফিসিয়ালি এই বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। 

এবারের বিশ্বকাপের 'বি' গ্রুপে খেলবে টাইগ্রেসরা। গ্রুপ পর্বে ম্যাচ আছে চারটি। 'বি' গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। এই গ্রুপ সেরা দুই দল যাবে সেমিফাইনালে।

৩ অক্টোবর উদ্বোধনী ম্যাচে বিকেল চারটায় স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশের মেয়েরা। এরপর ৫ অক্টোবর ইংল্যান্ড, ১০ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ ও ১২ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে শারজায়। 

গ্রুপ পর্বে বাংলাদেশের খেলার সময়সূচী (বাংলাদেশ সময় অনুযায়ী):

তারিখ প্রতিপক্ষ সময় ভেন্যু

৩ অক্টোবর স্কটল্যান্ড বিকেল ৪টা শারজাহ

৫ অক্টোবর ইংল্যান্ড রাত ৮টা শারজাহ

১০ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ রাত ৮টা শারজাহ

১২ অক্টোবর দক্ষিণ আফ্রিকা রাত ৮টা শারজাহ