১৭ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার, ১২:৫৫:২৫ পূর্বাহ্ন


ইংল্যান্ড ও দ. আফ্রিকাকে টপকে বাংলাদেশের লম্বা লাফ
ক্রীড়া ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৪-০৯-২০২৪
ইংল্যান্ড ও দ. আফ্রিকাকে টপকে বাংলাদেশের লম্বা লাফ ছবি: সংগৃহীত


পাকিস্তানকে তাদেরই মাটিতে হোয়াইটওয়াশ করায় আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও লম্বা লাফ দিয়েছে বাংলাদেশ। দ. আফ্রিকা ও ইংল্যান্ডকে টপকে তালিকার চারে উঠে এসেছে টাইগাররা।

রাওয়ালপিন্ডিতে মঙ্গলবার সিরিজের দ্বিতীয় টেস্টের শেষ দিনে পাকিস্তানকে ৬ উইকেটে হারায় বাংলাদেশ। একই মাঠে স্বাগতিকদের হারিয়েছিল ১০ উইকেটে।

সব মিলিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে ৬ ম্যাচে বাংলাদেশের জয় ও হার সমান তিনটি করে। তাদের পয়েন্ট ৪৫.৮৩। সমান ম্যাচ ও জয়ে ৫০ পয়েন্ট নিয়ে তিনে নিউজিল্যান্ড।

১৫ ম্যাচে ৮ জয় ও ১ ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ইংল্যান্ড। ১২ ম্যাচে ৮ জয় ও ১ ড্রয়ে ৬২.৫০ পয়েন্ট নিয়ে দুইয়ে অস্ট্রেলিয়া। ৯ ম্যাচে ৬ জয় ও ১ ড্রয়ে ৬৮.৫২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে ভারত।

শোচনীয় পরাজয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড় থেকে প্রায় ছিটকে পড়েছে পাকিস্তান। ৭ ম্যাচে ২ জয়ে ১৯.০৫ পয়েন্ট নিয়ে ৯ দলের এই তালিকায় তারা আছে আটে।