২৩ খেলোয়াড় নিয়ে জাতীয় ফুটবল দল ঘোষণা করেছে স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরা। আজ জাতীয় দল ভুটান যাবে। ভুটানের বিপক্ষে বাংলাদেশ দল ফিফা প্রীতি ম্যাচ খেলবে আগামী ৫ ও ৮ সেপ্টেম্বর।
গতকাল নেপাল থেকে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল দল চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছে। সেই দলের তিন জন ফুটবলার রাব্বি হোসেন রাহুল, চন্দন রায়, মিরাজুল ইসলাম আজ জাতীয় দলের সঙ্গে ভুটান যাচ্ছেন।
মিরাজুল ও শাকিল আহাদ তপু নতুন মুখ। গতকালই ঢাকায় এসে মিরাজুল জানিয়েছিলেন তিনি যদি ভুটানে যাওয়ার সুযোগ পান সেটি হবে তার ক্যারিয়ারে সবচেয়ে বড় প্রাপ্তি। মিরাজুল নেপালে গোল্ডেন বুট পেয়েছেন। চার গোল করেছেন। ফাইনালে জোড়া গোল করেছেন এবং গোল করিয়েছেন। সেই পুরস্কারই পেলেন জাতীয় দলে ডাক পেয়ে।
২৩ সদস্যের বাংলাদেশ ফুটবল দল
গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন এবং পাপ্পু হোসেন।
রক্ষণভাগ: তপু বর্মন, বিশ্বনাথ, সাদ উদ্দিন, মেহেদী হাসান, রহমত মিয়া, ঈসা ফয়সাল, শাকিল হোসেন, শাকিল আহাদ তপু।
মিডফিল্ড: সোহেল রানা, হুদয়, জামাল ভূঁইয়া, মিরাজুল ইসলাম, চন্দন রায়, মজিবুর রহমান জনি।
আক্রমণ ভাগ: রাকিব হোসেন, শেখ মোরসালিন, ফয়সাল আহেমদ ফাহিম, শাহরিয়ার ইমন এবং রাব্বি হোসেন রাহুল।