ভিকি কৌশল, তৃপ্তি দিমরি এবং অ্যামি ভির্ক অভিনীত কমেডি ফিল্ম 'ব্যাড নিউজ' ১৯ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ধর্মা প্রোডাকশন, অ্যামাজন প্রাইম এবং লিও মিডিয়া কালেক্টিভ প্রযোজিত আনন্দ তিওয়ারি পরিচালিত এই ছবিটি ইতিমধ্যেই ভিন্ন স্বাদের গল্প ও বিশাল স্টারকাস্টের জন্য সকলের মন কেড়েছে। এই ছবিতে অভিনেত্রী সুস্মিতা সেনের মেয়ে রেনে সেন ইন্টার্ন সহকারী পরিচালক (এডি) হিসাবে কাজ করেছেন। আর এবার খবর তাঁকে নাকি দেখা যাবে বড় পর্দায়।
'ইনস্ট্যান্ট বলিউড'কে সাক্ষাৎকার দেওয়ার সময়, রেনে সেনকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, তাঁকে কবে বড় পর্দায় দেখা যাবে। এর উত্তরে, সুস্মিতা কন্যা বলেন, 'আশা করি খুব শীঘ্রই আপনারা আমাকে বড় পর্দায় দেখতে পাবেন। কারণ, আমি অডিশন দিচ্ছি এবং ছোটবেলা থেকেই এটা আমার স্বপ্ন ছিল যে। ইচ্ছে ছিল আমিও বড় পর্দায় একদিন ভালো ভালো কাজ করব। তাই খুব চেষ্টা করছি এবং আমি আশাবাদীও যে খুব তাড়াতাড়ি ভালো কিছু ঘটবে। আর এই সময়টা খুব ভালো। কারণ এখন বিভিন্ন গল্পের উপর কাজ করা হচ্ছে। আর আমি সেই ভালো গল্পের অংশ হতে চাই।'
প্রসঙ্গত, সম্প্রতি ভিকি কৌশলের সর্বশেষ ছবি 'ব্যাড নিউজ'- এ সহকারী পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন রেনে সেন। ছবিতে কাজের প্রসঙ্গে পাপারাৎজিরা তাঁকে নানা প্রশ্ন করেন। তাঁকে জিজ্ঞাসা করা হয়, নায়িকার মেয়ে হিসেবে সেটে কী কোনও বিশেষ সুবিধা পেয়েছেন তিনি? এই প্রশ্নের উত্তরে সুস্মিতা কন্যা জানান, তাঁর সঙ্গে একজন এডি ইন্টার্নের মতোই ব্যবহার করা হয়েছিল। জনপ্রিয় অভিনেত্রীর মেয়ে হিসেবে তিনি বিশেষ কিছু সুবিধা পাননি। এমনকী তাঁকে বকাও খেতে হয়েছে বলে রেনের দাবি। তবে ভালো কাজ করলে তিনি প্রশংসাও পেতেন, সে কথাও জানাতে ভোলেননি তিনি।
যখন এই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়, তখন রেনি সোশ্যাল মিডিয়া একটি পোস্ট শেয়ার করেছিলেন। সেখানে এই ছবিতে কাজ করার সময় তাঁর যে অভিজ্ঞতার হয়েছিল রেনে তা শেয়ার করে ক্যাপশনে লেখেন, 'ব্যাড নিউজ- এ কাজ করা আমার জন্য অতন্ত বড় একটা ব্যাপার। একটা বড় ফিল্ম স্কুলে যাওয়ার মতোই ছিল আমার অভিজ্ঞতা। আমাদের চমৎকার ক্রু আমাকে অনেক কিছু শিখিয়েছেন, আর সঙ্গে আমার অনেক বন্ধুও তৈরি হয়েছে, যারা সারাজীবন আমার সঙ্গে থেকে যাবে।' তিনি নির্মাতাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
১৯৯৪ সালে মিস ইউনিভার্সের খেতাব জেতেন সুস্মিতা সেন। সুস্মিতা আবার ২০০০ সালে মাত্র ২৪ বছর বয়সে মেয়ে রেনে-কে দত্তক নেন। সুস্মিতার এই মাতৃত্ব নিয়ে একসময় দেশজুড়ে চর্চা হয়েছে। ধেয়ে এসেছে কটাক্ষও। পাত্তা দেননি সুস্মিতা। কারণ জীবনটা নিজের শর্তে বাঁচেন তিনি। ২০১০ সালে দ্বিতীয়বার কন্যা সন্তান দত্তক নেন অভিনেত্রী, নাম রাখেন আলিশা। দুই মেয়েকে ঘিরেই তাঁর গোটা জগত। ৫০-এর গণ্ডি পেরিয়েও এখনও বিয়ে করেননি নায়িকা।