২১ মার্চ ২০২৫, শুক্রবার, ০৮:৩২:০১ অপরাহ্ন


'একগাদা যৌন সম্পর্ক.', বিস্ফোরক মিমি!
তামান্না হাবিব নিশু
  • আপডেট করা হয়েছে : ১৪-০৭-২০২৪
'একগাদা যৌন সম্পর্ক.', বিস্ফোরক মিমি! মিমি চক্রবর্তী।ছবি: সংগৃহীত


এমনিতে ঝামেলা-বিতর্ক থেকে দূরেই অবস্থান তাঁর মিমি চক্রবর্তীর। তবে সাম্প্রতিক বেশ কিছু ঘটনায় চেনা ছক ভাঙলেন তিনি। করলেন জোরালো প্রতিবাদ। এমনকি একাধিক যৌন সম্পর্ক অর্থাৎ পলিগ্যামি নিয়ে সোচ্চার হতেও দেখা গেল তাঁকে। কী ঘটেছে? ক্যাপ্টেন অংশুমান সিংয়ের স্ত্রীকে নিয়ে এখন জোর আলোচনা।

সাদা পোশাকে রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার নিতে আসা তাঁর তরুণী স্ত্রীকে নিয়ে হচ্ছে আলোচনা-সমালোচনা।

এবার মিমি চক্রবর্তী ক্যাপ্টেন অংশুমান স্ত্রীর একটি ছবি শেয়ার করে লিখলেন, “এই সব জিনিসই ভারতীয়দের মনে রাখা উচিৎ। কতগুলো ফালতু টিভি শো যেখানে কাঁড়ি কাঁড়ি যৌনতা আর স্ক্রিপ্টেড ঝামেলা দেখানো হয় সেগুলোকে উৎসাহ দেওয়া উচিৎ নয়।”

না বিগবসের নাম নেননি মিমি। তবে ওই যে কথাতেই বলে, “সমঝদার ব্যক্তির ক্ষেত্রে ঈশারাই যথেষ্ট”। বিগবসের চলতি সিজনে প্রতিযোগী হয়ে এসেছেন ইউটিউবার আরমান মালিক। অনেকেই জেনে থাকবেন দুই বার বিয়ে করেছে এই আরমান। রিয়ালিটি শো-য়ে তাঁর দুই স্ত্রী পায়েল ও কৃতিকা এই দুইজনকেই নিয়ে এসেছিলেন আরমান। তা নিয়ে প্রতিবাদ করেন অনেকেই। খুললামখুল্লা দুই স্ত্রীকে নিয়ে ঘোরা যে আইনবিরুদ্ধ সে কথাও মনে করিয়ে দেন। কিন্তু লাভ হয়নি। অবশেষে প্রতিবাদ মিমিরও।