২২ ডিসেম্বর ২০২৪, রবিবার, ০৯:৫৬:৩৩ পূর্বাহ্ন


বিশ্বকাপ মাতিয়ে বিয়ে করলেন রিশাদ
ক্রীড়া ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১২-০৭-২০২৪
বিশ্বকাপ মাতিয়ে বিয়ে করলেন রিশাদ রিশাদ হোসেন। ছবি: সংগৃহীত


সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেন লেগ স্পিনার রিশাদ হোসেন। বিশ্বকাপ শেষে নিজ শহর নিলফামারীতে গিয়েছিলেন এই টাইগার ক্রিকেটার। সেখানেই পিঁড়িতে বসেছেন রিশাদ। 

বৃহস্পতিবার (১১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বিয়ের সুখবর দিয়েছেন রিশাদ। ফেসবুক পোস্টে এই লেগ স্পিনার লেখেন, ‘বিয়ে করলাম। বেশ রোমাঞ্চের সঙ্গে আনন্দের সংবাদ জানাচ্ছি যে, আমি গাঁটছড়া বেঁধেছি। আমাদের ভবিষ্যৎ হোক ভালোবাসা, আনন্দ ও সীমাহীন আশীর্বাদে ভরপুর।’

জানা গেছে, ইসলামিক আচারে বিয়ে হওয়ায় স্বল্প পরিসরে আনুষ্ঠানিকতা সেরে ফেলেন রিশাদ। তার সদ্য বিবাহিত স্ত্রীর নাম সিদরাতুল মুনতাহা। তিনি নীলফামারী সরকারি কলেজের বিজ্ঞান শাখার প্রথম বর্ষের শিক্ষার্থী। কনের বাড়ি নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নে।  

সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেন রিশাদ। নিজের প্রথম বিশ্বকাপেই ৭ ম্যাচে ৭.৭৬ ইকোনমি রেটে ১৪ উইকেট শিকার করেন এই টাইগার লেগ স্পিনার। যা কোনো বাংলাদেশি বোলার হিসেবে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ উইকেটের কীর্তি।