০৮ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ০৬:৩৭:২০ পূর্বাহ্ন


WhatsApp-এ ছবি ঝাপসা করে পাঠাবেন যে ফিচার দিয়ে
তথ্যপ্রযুক্তি ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ১১-০৭-২০২৪
WhatsApp-এ ছবি ঝাপসা করে পাঠাবেন যে ফিচার দিয়ে ফাইল ফটো


হোয়াটসঅ্যাপে অনেকেই পরিচিত ব্যক্তিদের সঙ্গে নিয়মিত ছবি আদান-প্রদান করেন। তবে অনলাইনে পারিবারিক বা সহকর্মীদের দলগত ছবি আদান-প্রদানে বেশ সাবধানতা অবলম্বন করতে হয়। এতে অন্যের ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করার পাশাপাশি নিজেও নিরাপদ থাকা যায়। হোয়াটসঅ্যাপে ছবি পাঠানোর আগে চাইলেই ছবিতে থাকা নির্দিষ্ট ব্যক্তির চেহারা বা ছবির পটভূমি ঝাপসা করা যায়।

হোয়াটসঅ্যাপে ছবি ঝাপসা করে পাঠানোর জন্য প্রথমে চ্যাট অপশনে প্রবেশ করে ছবি নির্বাচন করতে হবে। এবার ডান দিকের ওপরে থাকা পেনসিল আইকনে ক্লিক করে নিচে থাকা ব্লার অপশন ট্যাপ করতে হবে। এবার ছবির নির্দিষ্ট স্থানে ঘষলেই ওই অংশ ঝাপসা হয়ে যাবে।

এছাড়াও, সুরক্ষা আঁটসাঁট করতে খুব তাড়াতাড়ি নতুন ফিচার আনছে WhatsApp। নয়া ফিচারে নতুন ডিভাইস থেকে লগ ইন করতে ফোনে OTP আসছে। আপাতত Android বিটা গ্রাহকদের ফোনে এই ফিচার পৌঁছেছে। লগ ইনের সময় একটি 6 ডিজিটের OTP পাঠানো হবে। সেই ওয়ান টাইম পাসওয়ার্ড এন্টার করলে তবেই সেকেন্ডারি ডিভাইসে হোয়াটসঅ্যাপ লগ ইন করা যাবে।