চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ পাকিস্তানে অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টের জন্য টিম ইন্ডিয়ার পাকিস্তানে যাওয়ার সম্ভাবনা নেই। সংবাদমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এ বিষয়ে আইসিসির সঙ্গে কথা বলবে।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে আয়োজন করা যেতে পারে। টিম ইন্ডিয়ার ম্যাচ দুবাই বা শ্রীলঙ্কায় হতে পারে। এর আগে এশিয়া কাপেও একই ঘটনা ঘটেছে।
এএনআই-এর খবর অনুযায়ী, চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়ার পাকিস্তানে যাওয়ার সম্ভাবনা নেই। দুবাই বা শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের জন্য আইসিসির সঙ্গে কথা বলবে বিসিসিআই। এটাও সম্ভব যে, টিম ইন্ডিয়া তাদের ম্যাচগুলি দুবাই বা শ্রীলঙ্কায় খেলে এবং বাকি ম্যাচগুলি পাকিস্তানে অনুষ্ঠিত হয়। এর আগে এশিয়া কাপেও এমনই কিছু ঘটেছিল। ভারত তার সব ম্যাচ খেলেছে শ্রীলঙ্কায়।
একটি সূত্র এবিপি নিউজকে জানিয়েছে, টিম ইন্ডিয়ার কোনও খেলোয়াড় পাকিস্তানে যেতে প্রস্তুত নয়। তবে আরও আলোচনা চলছে। ভারত তো পাকিস্তানে যেতে রাজি নয়। কিন্তু পাকিস্তান ক্রিকেট দল গত বছর ওয়ানডে বিশ্বকাপের জন্য এখানে এসেছিল। এ কারণে আরও আলোচনা হতে পারে।
সম্প্রতি আইসিসির কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির ড্রাফট জমা দিয়েছে পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ড পুরো সূচিও তৈরি করেছিল। তারা লাহোরে ভারত-পাকিস্তানের ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছিলেন। এই ম্যাচটি হওয়ার কথা ছিল ১ মার্চ। কিন্তু টিম ইন্ডিয়া পাকিস্তানে না যাওয়ায় তাদের পরিকল্পনা ভেস্তে যাবে। নিরাপত্তার কথা মাথায় রেখে টিম ইন্ডিয়ার সব ম্যাচই শুধু লাহোরেই রেখেছিল পাক ক্রিকেট বোর্ড।
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান। কোটি টাকা খরচ করে মাঠ মেরামতের পরিকল্পনা করেছেন তারা। এ জন্য পিসিবিও কাজ শুরু করেছে। উল্লেখ্য, দল এ গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। এর পাশাপাশি এই গ্রুপে রয়েছে নিউজিল্যান্ড ও বাংলাদেশ। বি গ্রুপে রাখা হয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান।