২৪ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ০২:৪২:৩৭ পূর্বাহ্ন


চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু
সুমাইয়া তাবাস্সুম:
  • আপডেট করা হয়েছে : ০৭-০৭-২০২৪
চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু


এবার দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়ে গণপিটুনির জেরে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। রবিবার ভোরে ভাঙড় থানার কাছেই চোর সন্দেহে ওই যুবককে মারধর করা হলে  ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

পুলিশ সূত্রের খবর, মৃত যুবকের নাম আলি মোল্লা। ভাঙড়ের ফুলবাড়ি এলাকার বাসিন্দা বছর পঞ্চাশের ওই ব্যক্তি। ডেকরেটার্সের ব্যবসা চালাতেন তিনি।

জানা গেছে. ভাঙড় বাজারে বিগত কয়েক দিন ধরে প্রায়ই চুরি হচ্ছিল। রাতে নাইট গার্ড থাকলেও তাঁরা চলে যাওয়ার পরই চুরির ঘটনা ঘটছে। সেই ঘটনার প্রেক্ষিতে রবিবার আজগরকে চোর সন্দেহে ধরা হয়। ওই যুবক চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়েন! এরপর তাঁকে বেঁধে বেশ কয়েকজন মিলে মারধর করতে থাকে। মারের চোটে অসুস্থ হয়ে পড়ে আজগার।

অভিযোগ, আহত অবস্থায় যুবককে ফেলে রাখা হয়েছিল। প্রাথমিকভাবে সকলে ভেবেছিলেন তিনি নেশাগ্রস্ত। দীর্ঘক্ষণ তাঁকে একই অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। এরপরই আজগরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

এদিকে ঘটনাস্থল থেকে ঢিল ছোড়া দূরত্বেই ভাঙড় থানা। ঘটনার দীর্ঘক্ষণ পর পুলিশ আসে বলে অভিযোগ স্থানীয়দের। বর্তমানে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছে। শুরু হয়েছে তদন্ত।