২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ০৬:১২:২৮ অপরাহ্ন


ঘুমানোর সময় যৌনাঙ্গে অস্ত্রোপচার! ছেলে থেকে মেয়েতে পরিণত যুবক, তারপর?
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২১-০৬-২০২৪
ঘুমানোর সময় যৌনাঙ্গে অস্ত্রোপচার! ছেলে থেকে মেয়েতে পরিণত যুবক, তারপর? প্রতিকী ছবি


ঘুমোনোর আগে পর্যন্ত ছিলেন পুরুষ। ঘুম থেকে উঠেই দেখলেন মহিলা হয়ে গিয়েছেন তিনি। আশ্চর্য নয়! এটাই সত্যি। ২০ বছর বয়সী মুজাহিদের জীবনটা এক নিমেষে ওলট পালট হয়ে গিয়েছে। ঘুম থেকে ওঠার পর বুঝতে পারেন লিঙ্গ পুনর্নির্ধারণ সার্জারির মাধ্যমে আসলে প্রতারিত হয়েছেন তিনি। অভিযোগ, অন্য এক ব্যক্তির সঙ্গে যোগসাজশ করে যুবকের সঙ্গে প্রতারণা করেছেন উত্তর প্রদেশের মুজফ্ফরনগরের এক স্থানীয় মেডিক্যাল কলেজের চিকিৎসকরা।

ঘটনায় ক্ষোভে ফুঁসছেন যুবকের আত্মীয় পরিজনরা। চাঞ্চল্যকর এঘটনার প্রতিবাদে পথে নেমেছে ভারতীয় কিষাণ ইউনিয়নও (BKU)।মনশুরপুরের বেগরাজপুর মেডিক্যাল কলেজের ঘটনা। সনজক গ্রামের বছর ২০-এর মুজাহিদ অভিযোগের আঙুল তুলেছেন ওমপ্রকাশ নামে এক ব্যক্তির দিকে। ৩ জুন তাঁর সঙ্গে প্রতারণা করা হয় বলে জানিয়েছেন মুজাহিদ।

অভিযোগ, ওমপ্রকাশই প্রতারণাকাণ্ডের মাথা। অভিযোগ ওমপ্রকাশই মেডিক্যাল কলেজের চিকিৎসকদের মুজাহিদের অস্ত্রোপচার করানোর জন্য রাজি করেছিল। তার যোগসাজশনে চিকিৎসকরা মুজাহিদের যৌনাঙ্গে অস্ত্রোপচার করেন ও জোর করে লিঙ্গ পরিবর্তন করে দেন।

মুজাহিদের অভিযোগ, গত দুই বছর ধরে ওমপ্রকাশ তাঁকে হুমকি দেওয়া সহ একাধিকবার হেনস্থা করেছে। অভিযোগ, হাসপাতালে গিয়ে একবার স্বাস্থ্য পরীক্ষার দরকার রয়েছে বলে ভুল বোঝানো হয়েছিল মুজাহিদকে।

এরপর ওমপ্রকাশের সঙ্গে হাসপাতালে যান। ওই হাসপাতালের চিকিৎসকরা জোর করে তাঁর অজান্তেই লিঙ্গ অপারেশ করেন বলে অভিযোগ। বলপূর্বক লিঙ্গ পরিবর্তন অপারেশনে বাধ্য করা হয়। মুজাহিদের কথায়, ‘ওমপ্রকাশই আমায় হাসপাতালে নিয়ে এসেছিল।

পরের দিন দেখলাম আমার অপারেশন করা হয়েছে। জ্ঞান ফেরার পর আমায় জানানো হয় অপারেশনের পর একজন ছেলে থেকে মেয়ে হয়েছি আমি।’ যুবকের আরও অভিযোগ, তার সঙ্গেই এবার থাকতে হবে শাসায় ওমপ্রকাশ। এমনকী এরপর মুজাহিদকে পরিবার বা সমাজের কেউ গ্রহণ করবে এমন কথাও শোনায় ওমপ্রকাশ। মুজাহিদের বাবাকে গুলি করে পারিবারিক জমি দখলের হুমকি দিয়েছিল ওমপ্রকাশ।

মুজাহিদ বলেন, ‘ও আমায় বলে একজন ছেলে থেকে এখন আমায় একজন মেয়ে বানিয়েছে। এবার ওর সঙ্গে থাকতে আমি নাকি বাধ্য। এমনকী ওমপ্রকাশ বলে একজন আইনজীবীও ঠিক করেছে ও কোর্ট ম্যারেজের ব্যবস্থাও করেছে। এরপরই আমার বাবাকে গুলি করে খুন করে আমার ভাগের জমি হাতিয়ে নিয়ে তা নিজের নামে করে নেওয়ার কথা বলে।

তারপর সেই জমি বেচে দিয়ে লখনউয়ে চলে যাওয়ার কথা বলেছিল ওমপ্রকাশ।’ঘটনার প্রতিক্রিয়ায় কৃষক নেতা শ্যাম পালের নেতৃত্বে বিকেইউ কর্মীরা মেডিকেল কলেজে বিক্ষোভ দেখান। দ্রুত ওমপ্রকাশ ও ঘটনায় জড়িত চিকিৎসকদের বিরুদ্ধে ব্য়বস্থা নেওয়ার দাবি জানান তাঁরা। ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত হবে বলে বিক্ষোভকারীদের আশ্বাস দেয় পুলিশ। এই ঘটনায় প্রতিক্রিয়ায় শ্যাম বলেন, গোটা ঘটনাই ইঙ্গিত দিচ্ছে ওই হাসপাতালের মাধ্যমে অবৈধ ভাবে অঙ্গ পাচার হয়।

তাঁর অভিযোগ হাসপাতালে একদল অসাধু চক্র আছে যারা অনুমতি ছাড়াই অঙ্গ হাতিয়ে নেয় ও লিঙ্গের অপারেশেনের জন্য ব্য়ক্তিদের টার্গেট করে।’ তাঁর আরও সংযোজন, ‘এটি খুবই দুর্ভাগ্যজনক। আমরা অবিলম্বে অঙ্গ বিক্রির এই অবৈধ ব্যবসা বন্ধ করাতে চাই। হাসপাতালের ব্যবস্থাপনা এবং যারা এই অপরাধে সহায়তা করেছে ও এই ঘটনায় সঙ্গে যারা সরাসরি যুক্ত তাদের দ্রুত জিজ্ঞাসাবাদ করা হোক। ঘটনায় জড়িতদের শাস্তি পাওয়া উচিত।’ ১৬ জুন পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন মুজাহিদের বাবা বলে জানিয়েছেন শ্য়াম পাল।

তবে ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারিতে পুলিশের বিরুদ্ধে ঢিলেমির অভিযোগে সমালোচনা করেছেন তিনি। দ্রুত পুলিশের তরফে কঠোর ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন। পাশাপাশি মুজাহিদের জন্য ২ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি করেছেন তিনি। তাঁর মতে এঘটনা মুজহিদের জীবন তছনছ করে দিল। পুলিশ অফিসার রামাশিস যাদব জানিয়েছেন, ‘পরিবার ও বিক্ষোভকারীদের অভিযোগের ভিত্তিতে তদন্ত হবে। দোষীদের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। ওমপ্রকাশকে গ্রেফতারের পাশাপাশ এই ঘটনায় হাসপাতালের কোন কোন কর্মী যুক্ত রয়েছেন সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।