২৮ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, ০৯:৩১:৩৯ অপরাহ্ন


আড়াই বছরের শিশুকে হত্যার হুমকি দিয়ে গৃহবধূকে ধর্ষণ: ধর্ষক সৎ ভাসুর গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ২৮-০৯-২০২৪
আড়াই বছরের শিশুকে হত্যার হুমকি দিয়ে গৃহবধূকে ধর্ষণ: ধর্ষক সৎ ভাসুর গ্রেফতার আড়াই বছরের শিশুকে হত্যার হুমকি দিয়ে গৃহবধূকে ধর্ষণ: ধর্ষক সৎ ভাসুর গ্রেফতার


রাজশাহী মহানগরীতে আড়াই বছরের বাচ্চাকে হত্যার হুমকি দিয়ে গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ মামলার আসামি সৎ ভাসুর আরিফুজ্জামান আরিফকে গ্রেফতার করেছে র‌্যাব। 

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টায় রাজশাহীর গোদাগাড়ী থানাধীন মহিষালবাড়ী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ধর্ষক মোঃ আরিফুজ্জামান আরিফ (৩৪), সে গোদাগাড়ী থানার সিএন্ডবি আচুয়া তালতলা গ্রামের আরমান সরদারের ছেলে। 

শনিবার র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, ভুক্তভোগী গৃহবধূর সম্পর্কে সৎ বড় ভাসুর অর্থাৎ তার স্বামীর সৎ বড় ভাই। রাজশাহী মহানগরীতে তার ভাড়া করা বাসায় মাঝে মাঝে বেড়াতে আসত। 

গত ৩১ (আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায়বেড়াতে এসে গৃহবধূকে একা পেয়ে তার আড়াই বছরের ছেলেকে হত্যার হুমকি দিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরে গৃহবধূর স্বামী বাড়ীতে এসে স্ত্রীকে অসুস্থ্য অবস্থায় দেখে জিজ্ঞাসা করলে গৃহবধূ ধর্ষণের বিষয়টি তার স্বামিকে জানায়। পরে অটোরিক্সাযোগে গৃহবধূকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন তার স্বামী। 

এ বিষয়ে গৃহবধূ বাদী হয়ে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। অবশেষে শুক্রবার রাত পৌনে ১১টায় রাজশাহীর গোদাগাড়ী থানাধীন মহিষালবাড়ী বাজার এলাকা হতে ধর্ষক আরিফুজ্জামান আরিফকে গ্রেফতার করে।  

শনিবার সকালে আসামীকে মহানগরীর রাজপাড়া থানার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা করা হয়েছে।