২৩ জুন ২০২৪, রবিবার, ০৮:৪৬:০৩ পূর্বাহ্ন


গুরুদাসপুরে চামড়ার সংরক্ষণে বিনামূল্যে লবণ বিতরণ
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৫-০৬-২০২৪
গুরুদাসপুরে চামড়ার সংরক্ষণে বিনামূল্যে লবণ বিতরণ গুরুদাসপুরে চামড়ার সংরক্ষণে বিনামূল্যে লবণ বিতরণ


কুরবানীর পশুর চামড়া সংরক্ষণের জন্য গুরুদাসপুরের হাফেজিয়া ও ক্বওমি মাদ্রাসা এবং লিল্লাহ বোডিং ও এতিমখানাসহ ৪০টি দ্বীনি প্রতিষ্ঠানে লবণ বিতরণ করেছে উপজেলা প্রশাসন। 

শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বিনামূল্যে ২ হাজার ১শ কেজি লবণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. সালমা আক্তার ও পৌর মো. মেয়র শাহনেওয়াজ আলী। এসময় উপজেলার ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য- চাহিদা মোতাবেক গুরুদাসপুরে ৪৮ হাজার ৫২০ টি পশু কুরবানী করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর।