২২ ডিসেম্বর ২০২৪, রবিবার, ১০:১০:৩৭ পূর্বাহ্ন


পেলের রেকর্ডে ভাগ বসালেন ‘বিস্ময়বালক’ এন্দরিক
ক্রিড়া ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ০৯-০৬-২০২৪
পেলের রেকর্ডে ভাগ বসালেন ‘বিস্ময়বালক’ এন্দরিক পেলের রেকর্ডে ভাগ বসালেন ‘বিস্ময়বালক’ এন্দরিক


ব্রাজিলের বিস্ময়বালক এন্দরিক বিস্ময়ের মাত্রা বাড়িয়েই চলেছেন। আগামী মাসেই পালমেইরাস থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিতে চলা ১৭ বছর বয়সী এই তরুণ প্রতিভা ব্রাজিলের জার্সিতে যেন ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। মেক্সিকোর বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বদলি হিসেবে নেমে ড্রয়ের শঙ্কায় থাকা সেলেসাওদের জয় এনে দিয়েছেন এন্দরিক। আর এই গোল করেই রেকর্ডবুকে ফুটবলের রাজা পেলের সঙ্গী হয়েছেন।

আগামী ২০ জুন থেকে যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে কোপা আমেরিকার আসর। তার আগে নিজেদের ঝালিয়ে নিতে প্রীতি ম্যাচ খেলছে দলগুলো।  রোববার সকালে (৯ জুন) মেক্সিকোর বিপক্ষে মাঠে নেমেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সেই ম্যাচের অন্তিম মুহূর্তে গোল করে ব্রাজিলকে ৩-২ গোলের জয় এনে দেন ১৭ বছর বয়সী স্ট্রাইকার এন্দরিক।

এই গোল করে পেলের একটি রেকর্ড ছুঁয়েছেন রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার অপেক্ষায় থাকা এন্দরিক। বয়স ১৮ পূর্ণ হওয়ার আগেই টানা তিন আন্তর্জাতিক ম্যাচে গোল করা দ্বিতীয় খেলোয়াড় এন্দরিক। কালকের আগে ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে ম্যাচেও গোল করেছিলেন তিনি।

পেলে প্রথম খেলোয়াড় হিসেবে বয়স ১৭ হওয়ার আগে টানা তিন ম্যাচে গোল করেছিলেন। ফুটবলের রাজা অবশ্য রেকর্ডটি গড়েছিলেন বিশ্বকাপে। ১৯৫৮ বিশ্বকাপে ১৭ বছর বয়সী পেলে ওয়েলস (কোয়ার্টার ফাইনাল), ফ্রান্স (সেমিফাইনাল) এবং সুইডেনের (ফাইনাল) বিপক্ষে টানা তিন ম্যাচে গোল করেন। এর মধ্যে সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন তিনি। এই তিন ম্যাচে মোট ৬ গোল করেছিলেন পেলে।

দরিভাল জুনিয়র কোচ হয়ে আসার পর তিন ম্যাচেই এন্দরিক সুযোগ পেয়েছেন। এই তিন ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মোট ৯৩ মিনিট খেলার সুযোগ পেয়েছেন এন্দরিক। আর তাতেই করেছেন ৩ গোল। কোপা আমেরিকায় ব্রাজিলের অন্যতম ভরসা হতে যাচ্ছেন এই ১৭ বছর বয়সী। রোনালদো নাজারিওর বিদায়ের পর থেকে যেমন স্ট্রাইকার খুঁজছে সেলেসাওরা, এন্দরিক ঠিক যেন তেমনই।

শুরু থেকেই পেলের রেকর্ড তাড়া করছেন এন্দরিক। এবার ফুটবলসম্রাটকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ তার সামনে। কোপা আমেরিকার আগে আরও একটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন তিনি। আগামী ১৩ জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে আরও একটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এই ম্যাচে গোল করতে পারলে প্রথম খেলোয়াড় হিসেবে ১৮ বছর বয়স হওয়ার পূর্বে টানা চার ম্যাচে গোল করার কীর্তি গড়বেন এন্দরিক।

কোপা আমেরিকার পরপরই আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হয়ে যাবেন এন্দরিক। আগামী ২১ জুলাই তারিখেই ১৮তম জন্মদিন পালন করবেন তিনি। তার আগে কোপা আমেরিকা জিততে পারলে জন্মদিনটা বিশেষ হয়ে উঠবে তার জন্য।