২২ ডিসেম্বর ২০২৪, রবিবার, ১০:১৭:২৬ পূর্বাহ্ন


আত্মঘাতী গোলদাতাকে রেখে কাতার যাচ্ছে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৭-০৬-২০২৪
আত্মঘাতী গোলদাতাকে রেখে কাতার যাচ্ছে বাংলাদেশ ছবি: সংগৃহীত


গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে কিংস অ্যারেনায় বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ের ম্যাচ খেলেছে বাংলাদেশ। সেই ম্যাচ খেলার ২৪ ঘন্টার মধ্যেই দেশ ছাড়ছে বাংলাদেশ দল। বিশ্বকাপ বাছাইয়ে লেবাননের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে আজ বিকেলে কাতারের উদ্দেশ্যে রওনা হচ্ছে। যুদ্ধ বিধ্বস্ত লেবানন হোম ম্যাচ আয়োজন করছে কাতারে। 

জাতীয় ফুটবল দলের স্পেনিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা অস্ট্রেলিয়া ও লেবানন ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছিল। কার্ড জটিলতায় বিশ্বনাথ ঘোষ ও মজিবুর রহমান জনি অস্ট্রেলিয়া ম্যাচের ২৩ জনের চূড়ান্ত তালিকায় ছিলেন না। লেবানন ম্যাচে তাদের নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় কাতার যাচ্ছেন।

১১ জুন কাতারে লেবাননের মুখোমুখি হবে বাংলাদেশ। মাঝে সময় মাত্র ৩ দিন থাকায় কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড নিয়ে রওনা হয়েছেন। ২৬ জনের দল থেকে বাদ পড়েছেন ডিফেন্ডার মেহেদী মিঠু, ফরোয়ার্ড আব্দুল্লাহ ও রাহুল। দলীয় সূত্রে বিষয়টি নিশ্চিত করেছে। কাতারে খেলোয়াড়, কোচিং স্টাফ মিলিয়ে বাফুফে ৩২ জনের বিমান টিকিটের ব্যবস্থা রেখেছিল।

মেহেদী মিঠু গতকাল অস্ট্রেলিয়া ম্যাচে একাদশেই ছিলেন। অস্ট্রেলিয়ার প্রথম গোল হয়েছিল মিঠুর পায়ে লেগেই। গতকাল ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কোচ মিঠুর একাদশে অন্তর্ভুক্ত নিয়ে ব্যাখা দিলেও পরের দিন ২৩ জনের চূড়ান্ত তালিকায় রাখেননি। গতকাল অস্ট্রেলিয়া ম্যাচে তারিক কাজী ও সোহেল রানা ব্যথা পেয়েছিলেন। সেটা অবশ্য খুব গুরুতর নয় তাই কোচ তাদের নিয়েই রওনা হচ্ছেন।

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে লেবাননের বিপক্ষে হোম ম্যাচে এক পয়েন্ট পেয়েছিল বাংলাদেশ।