চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আগেই অবসরের ঘোষণা দিয়ে দেন টনি ক্রুস। আসন্ন ইউরোর পর বুট জোড়া তুলে রাখবেন তিনি। সমাপ্তি টানলেন ক্লাব ক্যারিয়ারের। রিয়ালের সঙ্গে চুক্তি নবায়নের প্রস্তাব ছিল তার সামনে। কিন্তু বেঞ্চে বসে খেলতে চাননি তিনি। যেতে চাননি অন্য কোন ক্লাবেও।
টনি ক্রুস অবসরের ঘোষণা দেওয়ায় ভিনিসিয়াস জুনিয়র-ফেদে ভালভার্দেদের কাছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের গুরুত্ব বেড়ে যায়। জার্মান মিডফিল্ডার ক্রুসও চেয়েছিলেন শিরোপা উচিয়ে ধরে ক্যারিয়ারের সমাপ্তি টানতে।
তিনি তাই বলেছেন, ‘আমি মাঠের খেলাটা মিস করবো। অবশ্যই আমি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতে শেষ করতে চেয়েছিলাম। আমার কাছে এই শিরোপার গুরুত্ব অনেক। ক্যারিয়ারের নিঁখুত সমাপ্তি টানতে পেরেছি বলতে হবে। এমন এক বিদায়ের স্বপ্নই আমি দেখতাম।’
ম্যাচ শেষে টনি ক্রুসকে অবসরের ঘোষণা থেকে ফিরে এসে খেলে যাওয়ার আহ্বান করেছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি, ‘শীর্ষে থেকেই সে শেষ করেছে, এর চেয়ে ভালো সমাপ্তি হতে পারে না। সে ক্লাবের কিংবদন্তি। তাকে ধন্যবাদ। শুধু তার খেলার জন্য নয় বরং দৃষ্টিভঙ্গি, পেশাদারিত্বের কারণে। ১০ বছরে সে কোনদিন অনুশীলন মিস করেনি। আশা করবো, সে তার (অবসরের) সিদ্ধান্ত বদলাবে, আমরা তার পাশে আছি।’
রিয়াল মাদ্রিদে ১১ মৌসুম কাটিয়েছেন টনি ক্রুস। ছয়টি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন তিনি। ফুটবল ইতিহাসে কেবল ক্রুস ও লুকা মডরিচ ষষ্ঠ চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কীর্তি গড়েছেন। এমনকি ডর্টমুন্ডের বিপক্ষে ফাইনালেও গোল করিয়েছেন বিশ্বকাপ জয়ী এই কিংবদন্তি।