২২ ডিসেম্বর ২০২৪, রবিবার, ০৫:৪৩:৪৩ অপরাহ্ন


নবম শ্রেণিতে বাদ পড়াদের রেজিস্ট্রেশনের সময় বাড়ল
অনলাইন ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ০১-০৪-২০২২
নবম শ্রেণিতে বাদ পড়াদের রেজিস্ট্রেশনের সময় বাড়ল নবম শ্রেণিতে বাদ পড়াদের রেজিস্ট্রেশনের সময় বাড়ল


নবম শ্রেণিতে অধ্যয়নরত (২০২০-২১ শিক্ষাবর্ষ) বাদ পড়া শিক্ষার্থী ও বিভিন্ন বোর্ড পরিবর্তন (ছাড়পত্র) করা শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার রাতে ঢাকা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. আবুল মনছুর ভূঞাঁর সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, বোর্ডের আওতাধীন অনুমোদিত ও স্বীকৃতীপ্রাপ্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২১-২২ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে অধ্যায়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে।

কোভিড-১৯ মহামারির কারণে অনেক শিক্ষার্থী রেজিস্ট্রেশন করতে পারেনি বা অন্য কারণে বাদ পড়েছে। শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময়সীমা বিলম্ব ফি ছাড়া ১ এপ্রিল থেকে ১৫ মে পর্যন্ত নির্ধারণ করা হলো।

এর আগে গত ২৫ মার্চ থেকে বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু হয়। ৩১ মার্চ পর্যন্ত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ দেয়া হয়।

রাজশাহীর সময় / এএইচ