২২ ডিসেম্বর ২০২৪, রবিবার, ০৩:১০:৫৭ অপরাহ্ন


ফাইনালে যেতে আত্মবিশ্বাসী পিএসজি কোচ
ক্রীড়া ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০২-০৫-২০২৪
ফাইনালে যেতে আত্মবিশ্বাসী পিএসজি কোচ ছবি: সংগৃহীত


চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে বরুশিয়া ডর্টমুন্ডের কাছে হেরেছে পিএসজি। ডর্টমুন্ডের ঘরের মাঠ সিগনাল এদুনা পার্কে ১-০ গোলে হেরেছে ফরাসি জায়ান্টরা। হারলেও এখনো সুযোগ আছে পিএসজির। আর সেই সুযোগ কাজে লাগিয়ে ফাইনালে যেতে বেশ আত্মবিশ্বাসী পিএসজি কোচ লুইস এনরিকে।

আগামী মঙ্গলবার (৭ মে) সেমিফাইনালের দ্বিতীয় লেগে নিজেদের ঘরের মাঠ পার্ক দি প্রিন্সেসে ডর্টমুন্ডের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। এই ম্যাচে জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী এনরিকে। তিনি বলেন, 'আমি নিশ্চিত আমরা যোগ্যতা অর্জন করব। ঘরের মাঠে আমরা সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে খেলব। এই মৌসুমে এই প্রথম আমরা ঘরের মাঠে আমাদের দ্বিতীয় লেগ খেলব। আমাদের হারানোর কিছু নেই এবং আমরা কাঙ্ক্ষিত ফলাফলটি পাব।' 

স্বাগতিক দর্শকরাই তাদের জয় পেতে সাহায্য করবে বলে মনে করেন স্প্যানিশ এই কোচ। তিনি আরও বলেন, 'এখানে পরিবেশ চমৎকার ছিল, বিশেষ করে আমাদের ৩০০০ সমর্থক। ফিরতি লেগে ব্যাপারটা আলাদা হবে। আমাদের ৩০০০ ভক্ত আজ রাতে গান গাওয়া বন্ধ করেনি, সেখানে প্যারিসে ৫০,০০০ থাকবে। আমরা পরের সপ্তাহে একবারও বল হারাবো না। আমরা যোগ্যতা অর্জন করব। নিজেদের গর্বিত করাই আমাদের উদ্দেশ্য।'