২২ ডিসেম্বর ২০২৪, রবিবার, ০২:৫৬:১৫ অপরাহ্ন


টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করলো নিউজিল্যান্ড
ক্রীড়া ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৯-০৪-২০২৪
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করলো নিউজিল্যান্ড ফাইল ফটো


আগামী ১ জুন থেকে ক্যারিবিয়ান অঞ্চল ও যুক্তরাষ্ট্রে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। সোমবার (২৯ এপ্রিল) কেইন উইলিয়ামসনকে অধিনায়ক করে ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।

প্রথমবারের মতন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন পেসার ম্যাট হেনরি ও রাচিন রবীন্দ্র। এই দুই ক্রিকেটারকে নিয়ে ও নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড বলেন, ‘দলে আসার জন্য বিবেচিত হতে ম্যাচ টি–টোয়েন্টিতে তার স্কিল নিয়ে কঠোর পরিশ্রম করেছে। আর গত ১২ মাসে রাচিন যা কিছু করছে, সবকিছু ঠিকঠাকই ছিল।’

সেইসঙ্গে বিশ্বকাপ দলে জায়গা পাওয়া ক্রিকেটারদের অভিনন্দন জানিয়ে গ্যারি স্টিড আরও বলেন, ‘আজ যাদের নাম ঘোষণা করা হয়েছে, তাদের সবাইকে আমার অভিনন্দন। বৈশ্বিক টুর্নামেন্টে নিজের দেশের প্রতিনিধিত্ব করতে পারাটা বিশেষ।’ 

নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড: কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মিচেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসেন, ম্যাট হেনরি, ড্যারেল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি।