০৪ মে ২০২৪, শনিবার, ১২:০৮:৪৮ পূর্বাহ্ন


চলমান তাপদাহে অগ্নি দুর্ঘটনা এড়াতে ব্যাবসায়ীদের সাথে ইউএনও'র সচেতনতামূলক সভা
হুমায়ুন কবির,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
  • আপডেট করা হয়েছে : ২৩-০৪-২০২৪
চলমান তাপদাহে অগ্নি দুর্ঘটনা এড়াতে ব্যাবসায়ীদের সাথে ইউএনও'র সচেতনতামূলক সভা চলমান তাপদাহে অগ্নি দুর্ঘটনা এড়াতে ব্যাবসায়ীদের সাথে ইউএনও'র সচেতনতামূলক সভা


ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে  মঙ্গলবার (২৩ এপ্রিল) চলমান তাপদাহে অগ্নিদুর্ঘটনা এড়াতে ব্যাবসায়ীদের সাথে ইউএনওর সচেতনতামূলক সভা অনূষ্ঠিত হয়।

এ উপলক্ষে এদিন বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে সচেতনতামূলক সভায় বক্তব্য রাখেন,উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী, ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার নাসিম ইকবাল, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, প্রেসক্লাব পুরাতন সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সহ-সভাপতি হুমায়ুর কবির, সাংবাদিক মাহাবুব আলম, বনিক সমিতির সভাপতি সাবেক মেয়র মকলেসুর রহমান, সম্পাদক ইশতেখার আলম, বিশিষ্ঠ্য ব্যবসায়ী খায়রুল আলম, ঠিকাদার কল্যান সমিতির সভাপতি আবু তাহের, মৎস্য ব্যবসায়ী নওরোজ কাওছার কানন, হোটেল ব্যবসায়ী এম,এ খালেক, নিমাই চন্দ্র প্রমুখ।  এছাড়াও বিভিন্ন সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও ব্যাবসায়ীরা উপস্থিত ছিলেন।