ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের বাবুলচারা মুচিপাড়া রোডে বাবুলচারা নামক স্থানে স্টেয়ারিং ট্রলির চাপায় জিহাদ (১২) নামের এক কোরআনের হাফেজ নিহত হয়েছে।
শনিবার (২ মার্চ) বিকালে এ দূর্ঘটনা ঘটে। সে ওই গ্রামের জিয়াউল শেখের ছেলে এবং কামালপুর মাদ্রাসার ছাত্র।
জানা গেছে, জিহাদ সাইকেলে চড়ে নিজ বাড়ি থেকে মাদ্রাসায় যাবার পথে উল্লেখিত স্থানে দ্রুতগামী স্টেয়ারিং ট্রলি চাপা দিলে ঘটনাস্থলেই জিহাদ মৃত্যু বরণ করে।
ঘটনার পরপরই এলাকার লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে ঘাতক ট্রলি আটক করলেও চালক এবং হেল্পার পালিয়ে যায়।
এ সংবাদ লিখা পর্যন্ত নিহত হাফেজ জিহাদের লাশ ঘটনাস্থলেই পড়েছিলো।