রাজশাহী জেলায় অভিযান চালিয়ে ৫১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাত থেকে শুরু করে রোববার ভোর পর্যন্ত চলা অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
রোববার (১৫ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার(সদর) মোঃ ইফতে খায়ের আলম।
জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী থানা ৯ জন, তানোর থানা ৫ জন, মোহনপুর থানা ২, বাগমারা থানা ১, দুর্গাপুর থানা ১ জন, পুঠিয়া থানা ১ জন, চারঘাট থানা ২৮ জন ও বাঘা থানা ৩ জনকে আটক করে।
যার মধ্যে ১৭ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৫ জনকে মাদকদ্রব্যসহ ও ২৯ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।
গোদাগাড়ী থানা পুলিশ আসামি ১নং শ্রী নেপাল (৪২), ২নং মোঃ এলাম (৬৫), ৩নং শ্রী ফুলচান সরদার (৬০), ৪নং মোঃ শাহিন হোসেন (৩৫), ৫নং মোঃ উজ্জ্বল হোসেন (২৮)গণকে ২০ লিটার চোলাইমদ, ১৫০ গ্রাম গাঁজা ও ৫ গ্রাম হেরোইনসহ আটক করে।
দুর্গাপুর থানা পুলিশ আসামি ১নং মোঃ মোশারফ হোসেন ওরফে বাবু (৩০) কে ৩ গ্রাম হেরোইনসহ আটক করে।
গ্রেফতারকৃতদের রোববার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
রাজশাহীর সময় / এএইচ