০৬ ডিসেম্বর ২০২৪, শুক্রবার, ১০:০৪:১০ পূর্বাহ্ন


শাহরুখ- অজয়ের মধ্যে কোনও খারাপ সম্পর্ক নেই, কাজল
তামান্না হাবিব নিশু :
  • আপডেট করা হয়েছে : ১০-১১-২০২৪
শাহরুখ- অজয়ের মধ্যে কোনও খারাপ সম্পর্ক নেই, কাজল শাহরুখ- অজয়ের মধ্যে কোনও খারাপ সম্পর্ক নেই, কাজল


একাধিক ছবিতে জুটি বেঁধেছেন শাহরুখ খান ও কাজল। তাঁদের রসায়ন দেখে একটা প্রজন্ম প্রেমের ভাষা খুঁজে পেয়েছিল। কোনও কথা না বলেও চোখে চোখ রেখে কী ভাবে প্রেম প্রকাশ করতে হয়, শিখিয়েছিল শাহরুখ-কাজল জুটি। শুধু পর্দায় নয়, বাস্তবেও তাঁদের রসায়ন চর্চায় উঠেছে বার বার। কাজলের সঙ্গে সুসম্পর্ক থাকলেও তাঁর স্বামী অজয় দেবগনের সঙ্গে নাকি মোটেই ভাল সম্পর্ক নয় শাহরুখের। বলিপাড়ায় এমন একটি গুঞ্জন রয়েছে। এই গুঞ্জনে অবশ্য সরাসরি নিজেও জবাব দিয়েছিলেন কাজল।

২০১৫ সালে ‘দিলওয়ালে’ ছবির প্রচার নিয়ে ব্যস্ত শাহরুখ ও কাজল। সেই সময়ে কাজল এই গুঞ্জন নিয়ে স্পষ্ট বলেছিলেন, “একটা বিষয় আমি পরিষ্কার করে দিতে চাই। হ্যাঁ, ওরা (শাহরুখ ও অজয়) হয়তো বন্ধু নয়। পার্টিতে ওদের একসঙ্গে মদ্যপান করতে দেখা যায় না। ওরা একসঙ্গে কোনও ছবিতে কাজ করেনি। ওদের সেই ভাবে দেখাসাক্ষাৎ হয় না। ওরা দেখা হলেই করমর্দন করে না। এগুলো সবই ঠিক। কিন্তু এর অর্থ ওরা পরস্পরের শত্রু, এমন মোটেই নয়।”

কাজল জানিয়েছিলেন, ‘দিলওয়ালে’ ছবিতে অভিনয় করতে মোটেই প্রস্তুত ছিলেন না কাজল। সেই সময় অজয়ও ব্যস্ত ছিলেন। বাড়িতে বাচ্চাদের দেখাশোনার কারণে রাজি হচ্ছিলেন না কাজল। কিন্তু, অজয় নিজেই অভিনেত্রীকে এই ছবিতে কাজ করতে বলেছিলেন। কাজল বলেছিলেন, “আজয় বলেছিল, ও ওর কাজের সময় আমার কাজের সঙ্গে মানিয়ে নেবে। আমার যে দিন কাজ থাকবে, ও সে দিন বাড়িতে বাচ্চাদের সঙ্গে থাকবে। এর থেকেও বোঝা যায়, দু’জনের মধ্যে কোনও খারাপ সম্পর্ক নেই।”