২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০২:১০:৫৩ পূর্বাহ্ন


আইপিএল নিলামে বড় ভুল করেছেন প্রীতি জিন্টা!
তামান্না হাবিব নিশু :
  • আপডেট করা হয়েছে : ২০-১২-২০২৩
আইপিএল নিলামে বড় ভুল করেছেন প্রীতি জিন্টা! আইপিএল নিলামে বড় ভুল করেছেন প্রীতি জিন্টা!


দুবাইতে আইপিএল ২০২৪ মিনি নিলামে দল গুছিয়ে নিয়েছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। কিন্তু এরইমধ্যে সামনে এসেছে একটি খবর। নিলাম টেবিলে বড় ভুল করে বসেছে প্রীতি জিন্টার পঞ্জাব কিংস।

আইপিএল নিলামের নিয়ম অনুযায়ী শেষের দিকে সব দল মিলে এমন কিছু প্লেয়ারের নাম জমা দিতে হয় যাদের নিলামে তোলা হবে। সময় বাঁচাতেই এমনটা করা হয়। দুবাইতে আইপিএল নিলামেও ঘটে এই ঘটনা।

সবার সম্মতিক্রমে কিছু নাম নিয়ে শেষের দিকে সেই সকল নাম নিলামে তোলা হয়। এবারের সঞ্চালিকা মল্লিকা সাগর তখন শশাঙ্ক সিংয়ের নাম নিলামে তোল। পঞ্জাব কিংস ২০ লক্ষ টাকায় বেস প্রাইজে বিড করে ও কিনে নেয়।

তারপরই শুরু হয় আসল কাণ্ড। কিছু সময়ের মধ্যেই ঞ্জাবের দুই মালিক প্রীতি জ়িন্টা ও নেস ওয়াদিয়া জানান, তাঁরা ভুল ক্রিকেটার কিনে ফেলেছেন। শশাঙ্ককে কিনতে চাননি তাঁরা। বিড ফেরাচে চান তাঁরা। অনেক অনুরোধও করে পঞ্জাব।

কিন্তু আইপিএলের নিয়ম অনুযায়ী একবার কোনও ক্রিকেটারের নাম নিলামে ওঠার পর তারজন্য বিড করে কিনে নিলে তাকে আর ফেরত দেওয়া যায় না। সেই নিয়মে অনড় থাকেন মল্লিকে সাগরও। শেষ পর্যন্ত নিয়ম মেনে শশাঙ্ক সিং-কে দবে নিতেই হয় পঞ্জাব কিংসকে।