২৬ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ১০:২৩:৫৩ পূর্বাহ্ন


নগরীতে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ গ্রেপ্তার-৬
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ১৮-০৫-২০২৪
নগরীতে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ গ্রেপ্তার-৬ নগরীতে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ গ্রেপ্তার-৬


রাজশাহী নগরীতে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ ৬জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১৭ মে) মহানগরীর বোয়ালিয়া ও রাজপাড়া থানা এলাকায় রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ৭৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো: মোঃ সেলিম (৪৭), সে পুঠিয়া থানার শিবপুর এলাকার মৃত সলেমান খানের ছেলে, মোঃ মনিরুজ্জামান সিজার (২০), সে মহানগরীর বোয়ালিয়া থানার দড়িখড়বোনার মোঃ নুরুজ্জামান হাবিবের ছেলে, মোঃ তৈবুর রহমান (২০), সে তৈবুর রহমান একই এলাকার মৃত মঞ্জুর হোসেনের ছেলে, মোঃ বাদশা ওরফে নয়ন (২০), সে বাদশা একই এলাকার আবুল কালামের ছেলে, মোঃ মুজাহিদ ইসলাম অভ্র (২০), সে মুজাহিদ চন্দ্রিমা থানার আসাম কলোনীর মোঃ আবুল কালাম চৌধুরীর ছেলে ও মোঃ ফজলে রাব্বি (২৫), সে শাহমখদুম থানার উত্তর নওদাপাড়ার মোঃ রাজ্জাক হোসেনের ছেলে।

শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ—পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম। 

তিনি জানান, জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার মাদক কারবারীরা দীর্ঘদিন যাবৎ ট্যাপেন্টাডল ট্যাবলেটের ব্যবসা করে আসছিল। এ ব্যপারে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া ও রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

শনিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।