২৬ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ১০:৩৩:২৫ পূর্বাহ্ন


হাইটেক পার্ক এলাকায় ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ শহিদ আলী গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ১৮-০৫-২০২৪
হাইটেক পার্ক এলাকায় ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ শহিদ আলী গ্রেফতার হাইটেক পার্ক এলাকায় ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ শহিদ আলী গ্রেফতার


রাজশাহী মহানগরীতে ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মো: শহিদ আলী (৫২) এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১৮ মে) বিকালে রাজপাড়া থানার হাইটেক পার্ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলো: মো: শহিদ আলী (৫২), সে মহানগরীর দামকুড়া থানার চর মাজারদিয়াড় এলাকার মৃত হারেজ আলীর ছেলে।

শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম।

তিনি জানান, শনিবার (১৮ মে) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, রাজপাড়া থানার হাইটেক পার্ক এলাকায় এক ব্যক্তি ট্যাপেন্টাডল বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বিকাল সোয়া ৪ টায় রাজপাড়া থানার হাইটেক পার্ক এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারী শহিদ আলীকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়। 

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

শনিবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।