শনিবার বগুড়ার গাবতলীতে কারাবন্দী পাঁচ পরিবারের সদস্যদের শান্তনা ও খোঁজখবর নিতে ছুটে যান বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু। এসময় সাবেক এমপি লালু কারাবন্দী পরিবারের সদস্যদের মাঝে নগদঅর্থ (আর্থিক সহায়তা) প্রদান করেন। কারাবন্দীরা হলেন গাবতলীর নাড়–য়ামালা ইউনিয়ন যুবদলের আহবায়ক প্রথমারছেও গ্রামের বেলাল আহম্মেদ, যুবদলের সদস্য দোয়ারপাড়া গ্রামের ইয়াছিন আলী ফকির, যুবদল নেতা তেতুলকুঁচি গ্রামের শহিদুল ইসলাম, প্রথমারছেও গ্রামের ছাত্রদল নেতা আব্দুল হাকিম সিয়াম, দক্ষিনপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ছানোয়ার হোসেন ছানোয়ার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ, যুগ্ম আহবায়ক মাহারুফ স¤্রাট, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সুজা উদ্দিন সুজা, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ জেলা শাখার সহ-সভাপতি শাহ আলম রাসেল, দক্ষিনপাড়া ইউনিয়ন শাখার সভাপতি তরিকুল ইসলাম পিন্টু, উপজেলা যুবদলের সদস্য ইউনুছ আলী, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোহতাছিন বিল্লা মুন, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও অঙ্গদলসহ কারাবন্দী পরিবারের সদস্যদের মধ্যে সাহাদৎজামান, ফরিদ উদ্দিন, বাবু, শহিদুল, সাইফুল ইসলাম, সৌকত, আনিছার, মুরাদ, আমিনুল, সিরাজুল, শাহীন, দিপু, ইমরান, রতন মিয়া, কুদ্দুস, জুয়েল আহম্মেদ, সিহাব, মনোয়ারা, রেবেকা, পপি, নুরী, নাছিমা, দুলালী, বাটুল মন্ডল, সৌরভ প্রমূখ।