০৩ মে ২০২৪, শুক্রবার, ১০:৫৫:২৬ অপরাহ্ন


স্বতন্ত্র প্রার্থীর অনুমতি কৌশলগত সিদ্ধান্ত : কাদের
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ২৭-১১-২০২৩
স্বতন্ত্র প্রার্থীর অনুমতি কৌশলগত সিদ্ধান্ত : কাদের স্বতন্ত্র প্রার্থীর অনুমতি কৌশলগত সিদ্ধান্ত : কাদের


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে দলের মনোনীত প্রার্থীদের বাইরে অন্যদের অংশ নেওয়ার যে অনুমতি দেওয়া হয়েছে তা দলের প্রয়োজনে কৌশলগত সিদ্ধান্ত। সময়ের প্রয়োজনে আওয়ামী লীগ কৌশল পরিবর্তন করে এগোচ্ছে। ডামি প্রার্থী হতে কোনো বাঁধা নেই।

সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ চত্বরে ডা. শামসুল আলম খান মিলনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

১৯৯০ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় গুলিতে নিহত হন শামসুল আলম খান মিলন। এরপর স্বৈরাচারবিরোধী গণআন্দোলন আরো বেগবান হয়। দিনটি ডা. শামসুল আলম খান মিলন দিবস হিসেবে পালিত হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, বাংলাদেশের মানুষ এখন নির্বাচনের অপেক্ষায় আছে।

বোমাবাজী, অগ্নিসন্ত্রাস করে নির্বাচনের পক্ষের গণজোয়ার তারা (বিএনপি) রুখতে পারবে না। তাদের সব স্বপ্ন এখানেও ব্যর্থ হবে।