০৮ ডিসেম্বর ২০২৪, রবিবার, ১০:১৯:১৭ অপরাহ্ন


বৃদ্ধকে এলোপাথাড়ি কোপ, যুবককে গণধোলাই এলাকাবাসীর
সুমাইয়া তাবাস্সুম:
  • আপডেট করা হয়েছে : ১০-১১-২০২৩
বৃদ্ধকে এলোপাথাড়ি কোপ, যুবককে গণধোলাই এলাকাবাসীর বৃদ্ধকে এলোপাথাড়ি কোপ, যুবককে গণধোলাই এলাকাবাসীর


বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে কোপালো যুবক। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি বৃদ্ধ। শুক্রবার সাতসকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের হরিহরপাড়ায়। 

পুলিশ জানিয়েছে, আহত বৃদ্ধের নাম নুর মোহাম্মদ শেখ। হরিহরপাড়া বারুইপাড়া মাঠপাড়া এলাকায় থাকেন তিনি। আহত বৃদ্ধ হরিহরপাড়া জমি রেজিস্ট্রি অফিসে দলিল লেখার কাজ করেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে হরিহরপাড়া থানার কুমড়ো দাহ ঘাট সংলগ্ন এলাকায় একটি কামারের দোকানে বসেছিলেন নুর মোহাম্মদ। সেই সময়ে একই এলাকার বাসিন্দা রাজা শেখ নামে এক যুবক তাঁর উপর চড়াও হয়। ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাথাড়ি কোপাতে থাকে। 

গুরুতর আহত অবস্থায় বৃদ্ধকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা। এরপর দ্রুত তাঁকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর দেওয়া হয় পুলিশে। বেশ খানিকক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিশ। 

এদিকে অভিযুক্ত যুবক পালাতে গেলে তাকে ধরে ফেলে স্থানীয়রা। উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয়। এরপরই অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেয়। তবে ঠিক কী কারণে বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হল তা এখনও স্পষ্ট জানা যায়নি। সাত সকালে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।